শেষ আপডেট: 8th October 2024 21:55
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি-র শুরুটা একেবারে ভাল হয়নি। প্রথম তিন ম্য়াচে হারের হ্যাটট্রিকের পর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। বিনো জর্জকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হলেও তিনি জামশেদপুরের বিরুদ্ধে লাল-হলুদ ব্রিগেডকে জেতাতে পারেননি।
এই পরিস্থিতিতে অতীতে তিনি ভারতের মাটিতে স্পোর্টিং ক্লুব দ্য গোয়া এবং মুম্বই সিটি এফসি-র মতো দলকে কোচিং করিয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।
তবে অস্কার যে সময় ইস্টবেঙ্গল এফসি-র দায়িত্ব গ্রহণ করলেন, সেই সময়টা যথেষ্ট প্রতিকূল। একে তো দলটা টানা চার ম্য়াচে হেরে গিয়েছে। তার উপর পরবর্তী ম্যাচে আবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে হবে। বাংলার ফুটবল ইতিহাসে এই কলকাতা ডার্বির গুরুত্ব যে কতখানি, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
দায়িত্ব গ্রহণ করার পর অস্কার ব্রুজোঁ বললেন, 'আমি এই সুযোগটা কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করব। ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আমার থেকে ঠিক কী চাইছেন, তা খুব ভাল করে জানি। ইস্টবেঙ্গলের মতো একটা ইতিহাস সমৃদ্ধ ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমি বিশ্বাস করি যে এই দলটা শুধুমাত্র ইন্ডিয়ান সুপার লিগেই নয়, এএফসি চ্যালেঞ্জ লিগেও যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করতে পারবে। ভারতে ইতিমধ্য়ে ঘরোয়া ফুটবল মরশুম শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ফুটবলাররা যাতে যতটা বেশি সম্ভব ম্যাচ জিততে পারে, সেদিকেই আমি খেয়াল রাখব। ফুটবলারদের থেকে সেরা পারফরম্যান্সটা বের করে আনতে হবে।'
সবশেষে তিনি লাল-হলুদ সমর্থকদের ধন্যবাদ জানালেন। ইস্টবেঙ্গলের এই নয়া স্প্যানিশ কোচ বললেন, 'এই দলের সমর্থকদের আমি ধন্যবাদ জানাতে চাই। এঁরা ভারতের অন্য়তম আবেগপ্রবণ সমর্থক। এই পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভাল লাগছে। আশা করি, আপনাদের এই অকৃত্রিম ভালবাসা বজায় থাকবে এবং আমরা ইতিবাচক ফলাফল দেখতে পাব।'