শেষ আপডেট: 7th January 2025 17:32
দ্য ওয়াল ব্য়ুরো : মঙ্গলবার (৭ জানুয়ারি) ইস্টবেঙ্গল এফসি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। চোট পাওয়া মাদিহ তালালের জায়গায় দলে নিয়েছে ভেনেজুয়েলার ফুটবলার রিচার্ড সেলিসকে। কিন্তু, আপনারা কি জানেন যে ইন্ডিয়ান সুপার লিগে এর আগেও ভেনেজুয়েলার দুই ফুটবলার খেলে গিয়েছেন। মনে পড়ছে না তাঁদের নাম? আসুন, দেখে নেওয়া যাক।
প্রথমেই মনে পড়ে গ্যাব্রিয়েল চিচেরোর কথা। সালটা ছিল ২০১৭। ইন্ডিয়ান সুপার লিগে দিল্লি ডায়নামোস এফসি রক্ষণভাগ শক্তিশালী করার জন্য ৩৩ বছয় বয়সি গ্যাব্রিয়েল আলেজান্দ্রো চিচেরোকে সই করিয়েছিল। ২০১৭-১৮ মরশুমে দিল্লির হয়ে দাপুটে ফুটবল উপহার দিয়েছিলেন ভেনেজুয়েলার এই ডিফেন্ডার। যদিও পরের মরশুমে তাঁর সঙ্গে আর চুক্তি বৃদ্ধি করা হয়নি। উল্লেখ্য, ২০১৭-১৮ মরশুমে দিল্লির এই ফুটবল ফ্র্যাঞ্চাইজি পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে শেষ করেছিল।