শেষ আপডেট: 24th September 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো: সোমবার (২৩ সেপ্টেম্বর) নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে মেরিনার্সরা ৩-২ গোলে জয়লাভ করেছে। মোহনবাগানের হয়ে একটি করে গোল করেন দীপেন্দু বিশ্বাস এবং জেসন কামিন্স। তবে বাগান অধিনায়ক শুভশিস বসুর গোলটা নিয়ে ইতিমধ্যে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। অনেকে তো আবার এই ঘটনার কারণে রেফারিকে অভিযুক্তের কাঠগড়ায় তুলতে শুরু করেছেন। ম্যাচ শেষে নর্থ-ইস্ট ইউনাইটেড দলের কোচ জুয়ান পেদ্রো বেনালির গলাতেও শোনা গেল হতাশার সুর।
ঘটনাটি ম্যাচের ৬১ মিনিটের। টম অলড্রেডের একটি শক্তিশালী হেডার প্রথম সুযোগে তালুবন্দি করতে পারেননি নর্থ-ইস্ট ইউনাইটেড দলের গোলরক্ষক গুরমীত সিং। বলটা গুরমীতের হাতছাড়া হতেই প্রতিহত হয়ে দিমিত্রি পেত্রাতোসের কাছে এসেছিল। কিন্তু তিনি গোল করার সুযোগ মিস করেন। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মতে, এরপর গুরমীত বলটা দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দি করে ফেলেন। কিন্তু, ঠিক সেইসময় পা চালান মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। আর সেইসঙ্গে বলটা নর্থ-ইস্টের জালে জড়িয়ে যায়। পাশাপাশি রেফারিও গোলটা বৈধ বলে ঘোষণা করেন।
রেফারির এই সিদ্ধান্তে যারপরনাই হতাশ নর্থ-ইস্ট ইউনাইটেড দলের কোচ জুয়ান পেদ্রো বেনালি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফুটবল আসলে একটা অবিচারের খেলা। বেনালির কথায়, 'আপনি ১১ জন ফুটবলারের বিরুদ্ধে লড়াই করতে পারবেন। কিন্তু, এইসব অপ্রত্যাশিত ঘটনার বিরুদ্ধে নয়। আমাদের গোলকিপার গুরমীত সিংয়ের হাতটা দেখলেই বুঝতে পারতেন। ওর হাত থেকে গলগল করে রক্ত বেরোচ্ছিল।'
???? The controversial goal from Subhasish Bose to get MohunBagan level pic.twitter.com/ofPwPwRFiA
— All India Football (@AllIndiaFtbl) September 23, 2024
সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'রেফারি রেফারির কাজ করেছে। আমি আমার। আমি যে কাজটা করি, তা নিয়ে যথেষ্ট গর্বিত। আপনি কোনও রেফারিকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন, আমি ওঁদের সাহায্য করারই চেষ্টা করি। তবে কিছু ক্ষেত্রে আমার মুখ বন্ধ রাখাই শ্রেয়। কিছু সময় ফুটবলটা আসলে অবিচারের খেলা হয়ে ওঠে।'
সবশেষে মোহনবাগানের জয় প্রসঙ্গে জুয়ান পেদ্রো বেনালি বললেন, 'আমার দলের ফুটবলাররা যেভাবে লড়াই করেছে, তাতে আমি যারপরনাই খুশি। তবে এখনও কয়েকটা ভুলভ্রান্তি করছি। আমরা ক্রমশ বেড়ে উঠছি। মোহনবাগানের ঘরের মাঠে ওদের বিরুদ্ধে লড়াই করা এবং এভাবে হারা, সত্যিই গর্বের ব্যাপার।'