শেষ আপডেট: 17th January 2025 16:57
দ্য ওয়াল ব্যুরো: ঈর্ষাকাতর ছিলেন কিলিয়ান এমবাপে। না, কোনও সুন্দরী ফরাসি ললনাকে নিয়ে নয়—লিওনেল মেসিকে কেন্দ্র করে ঈর্ষালু হয়ে পড়েছিলেন ফরাসি ফুটবলার। দাবি ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমারের।
ব্রাজিলের একদা স্ট্রাইকার রোমারিও ইদানীং পডকাস্টে নেমে পড়েছেন। সম্প্রতি সেই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত হন নেইমার। সেখানে তিনি পিএসজি জমানার অনেক অজানা কিস্যা ফাঁস করেছেন। ঠিক কী কারণে ফ্রান্সের হেভিওয়েট ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে টানা ব্যর্থ হয়েছে, তারকাখচিত হয়েও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি—এই প্রশ্নগুলি খোলসা করেছেন তিনি।
উল্লেখ্য, ব্রাজিলের ফুটবলারটি ২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেন। এখন তিনি আরমভূমি ছেড়ে এমএলএস খেলতে মার্কিন মুলুকে পাড়ি দেবেন বলে জল্পনা উঠেছে।
পডকাস্টে এমবাপের বিষয়ে বলতে গিয়ে নেইমার জানান, ২০১৭ সালে ফরাসি তারকা ক্লাবে যোগ দেওয়ার পর তাঁদের সম্পর্ক যথেষ্ট মধুর ছিল। নিজেরা খুনসুটি করতেন, মজা-মশকরা করতেন। এমনকি এমবাপে যে আগামি দিনে দুনিয়াসেরা ফুটবলার হতে চলেছেন, একথাও বহুবার তাঁকে বলেছেন বলে দাবি নেইমারের। তাঁরা দুই বন্ধুর মতো ডিনারে যেতেন, একে অন্যের বাড়ি আসতেন বলেও জানিয়েছেন তিনি।
কিন্তু এই মেজাজ বদলে যায় যখন মেসি প্যারিসের ক্লাবে আসেন। এর আগে ২০১৩-২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন দুই প্লেয়ার। তাই একে অন্যকে খুব ভালোভাবে চিনতেন। মেসি প্যারিসে আসার পর (২০২১) স্বাভাবিকভাবে তাঁদের সম্পর্ক একই রকম ছিল। কিন্তু এই সুসম্পর্কের জেরে বিগড়ে যান এমবাপে। নেইমারের অনুমান, সম্ভবত তাঁকে নিয়ে ঈর্ষাকাতর ছিলেন এমবাপে। ফরাসি ফুটবলার তাঁকে অন্য কারও সঙ্গে ‘ভাগ’ করে নিতে প্রস্তুত ছিলেন না বলেও দাবি নেইমারের।
ব্রাজিলীয় তারকার মতে, এই সম্পর্ক বদল দলের পারমরম্যান্সে প্রভাব ফেলে। টিম ওয়ার্ক উবে যায়। আর একাহাতে কোনও ম্যাচ জেতানো যায় না। এই প্রসঙ্গেও এমবাপের ঘাড়ে দোষ ঠেলেছেন নেইমার। তিনি বলেন, ‘তোমায় মাথায় রাখতে হবে, তুমি একা খেলছ না। বাকিদেরও পাশে চাই। মানছি তুমি দুনিয়াসেরা, কিন্তু তোমায় পাস দেবে কে? আশপাশে এমন কিছু খেলোয়াড় থাকতে হবে, যারা তোমায় বল পাস করবে।‘