শেষ আপডেট: 9th January 2025 12:34
দ্য ওয়াল ব্যুরো : অবসর গ্রহণ করতে চলেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তিনি ঘোষণা করে দিয়েছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপের পরই তিনি নিজের বুট জোড়া তুলে রাখবেন। এই মেগা টুর্নামেন্ট যখন শুরু হবে, সেই সময় ব্রাজিলের এই ফুটবল তারকা ৩৪ বছর বয়সে পা রাখবেন। তিনি জানালেন, এটাই তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। আর এই বিশ্বকাপ খেলার আপ্রাণ চেষ্টা করবেন তিনি।
সম্প্রতি সিএনএন-কে একটি ইন্টারভিউ দিয়েছেন নেইমার। সেখানেই তিনি জানিয়েছেন, 'আমি জানি এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি শেষবার ফুটবলে শট মারব। এটাই আমার শেষ সুযোগ। এই টুর্নামেন্টে খেলার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত একবছর আন্তর্জাতিক ফুটবলে নেইমারকে দেখতে পাওয়া যায়নি।
দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ যোগ্যতা অর্জনকারী পর্বে ব্রাজিল এখনও পর্যন্ত নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেনি। ১৮ রাউন্ডের মধ্যে ইতিমধ্যে ১২ রাউন্ড খেলা হয়ে গিয়েছে। আর ১০ দলের মধ্যে ব্রাজিল আপাতত পাঁচ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। এই পর্বে শীর্ষ ৬ দলই বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারবে।
নেইমার বললেন, 'এই দলের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। বিশেষ করে তরুণ এবং উদীয়মান ফুটবলারদের উপর আমার ভরসা রয়েছে।' সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'বর্তমানে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেটা একেবারে প্রত্যাশিত নয়। তবে আমার আশা, দলগতভাবে আমরা অনেক বড় সাফল্য অর্জন করতে পারব। এখনও আমাদের হাতে বছর দেড়েক সময় রয়েছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার জন্য আমাদের সবকিছু ঠিকঠাক করতে হবে।'
প্রসঙ্গত, ২০২৩ সালে উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্রাজিল ফুটবল দল। এই ম্য়াচে ব্রাজিলের হারের পাশাপাশি নেইমারও হাঁটুতে চোট পেয়েছিলেন। এরপর সার্জারি করাতে হয় নেইমারকে। সেকারণে প্রায় ১২ মাস তিনি মাঠের বাইরে ছিলেন। ব্রাজিলের এই যোগ্যতা অর্জনকারী পর্বে মাত্র চারটে ম্য়াচই খেলেছিলেন তিনি।
এরপর সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলালের হয়ে খেলতে নামেন সাম্বা তারকা। কিন্তু, গত বছর অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে ২ বার তিনি হ্যামস্ট্রিং পেশিতে চোট পান। এরপর থেকে তাঁকে আর ফুটবল মাঠে দেখতে পাওয়া যায়নি।