শেষ আপডেট: 26th December 2024 22:35
দ্য ওয়াল ব্যুরো : এভাবেও ফিরে আসা যায়। দেখিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার তারা পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচের প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে ছিল বাগান ব্রিগেড। কিন্তু, শেষপর্যন্ত তারা ৩-১ গোলে জয়লাভ করেছে। পাশাপাশি, লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে তারা নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে পারল।
এই ম্যাচের প্রথমার্ধে মোহনবাগান বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করেছিল বটে, কিন্তু সেগুলোর একটাও তারা কাজে লাগাতে পারেনি। ইতিমধ্যে ম্যাচের ১২ মিনিটে রিকি সবংয়ের গোলে এগিয়ে যায় পঞ্জাব। প্রথমার্ধের শেষে ০-১ গোলে পিছিয়ে ছিল হোসে মলিনার দল। আর এই স্কোরকার্ড দেখে বাগান সমর্থকদের একাংশ রীতিমতো হতাশ হয়ে পড়েন।
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে রং বদলে দিলেন রডরিগস। প্রথমে ৪৮ মিনিটে তিনি এই ম্যাচে সমতা ফেরালেন। ৬৪ মিনিটে তিনি মেরিনার্স অ্যান্ড কোম্পানিকে ২-১ গোলে এগিয়ে দেন। শেষপর্যন্ত ৬৯ মিনিটে পঞ্জাবের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন সেই রডরিগসই। রেগুলেশন টাইমের পর আরও ৬ মিনিট অতিরিক্ত ফুটবল খেলানো হয়। কিন্তু, কোনও দলই আর গোল পার্থক্যে প্রভাব ফেলতে পারেনি।
আপাতত ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট সংগ্রহ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসি-র সঙ্গে তারা ৫ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে ফেলেছে। অন্যদিকে, এখনও সুপার সিক্সে উঠতে পারেনি পঞ্জাব এফসি। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে তারা এখনও সাত নম্বরেই দাঁড়িয়ে রয়েছে। সুপার সিক্সে ওঠার জন্য পঞ্জাবকে এখনও কিছুটা অপেক্ষা করতে পারবে।