শেষ আপডেট: 8th December 2024 21:25
দ্য ওয়াল ব্যুরো : নর্থ-ইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে দুর্দান্ত জয় ছিনিয়ে আনল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে মেরিনার্সরা ২-০ গোলে জয়লাভ করেছে। এই জয়ের আসল কারিগর অবশ্য মনবীর সিং এবং লিস্টন কোলাসো। এই জয়ের পাশাপাশি আইএসএল পয়েন্টস টেবিলে আরও এবার শীর্ষস্থানটা দখল করল সবুজ-মেরুন ব্রিগেড।
এই ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। যদিও বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধে চলে আসে কাঙ্খিত মুহূর্ত। ৬৫ মিনিটে প্রথম গোল আসে মোহনবাগানের। ডানদিকের উইংয়ে বলটা পেয়েছিলেন মনবীর। একটা ডায়াগোনাল দৌড়ে তিনি সেন্টার বক্সে চলে আসেন। এরপর বাঁ পায়ে একটি নজরকাড়া শট মারলেন। এক্ষেত্রে গুরমিতের অবশ্য কিছুই করার ছিল না। গোলপোস্টের টপ লেফট কর্নার দিয়ে বলটা জালে জড়িয়ে যায়। প্রসঙ্গত, নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এটা তাঁর চতুর্থ গোল।
এই উচ্ছ্বাসের রেশ থাকতে থাকতেই ইনস্যুরেন্স গোলটাও করে ফেলল মোহনবাগান। সৌজন্যে লিস্টন কোলাসো। ১০ মিনিটের মাথায় তিনি গোল করার সুযোগ পেলেও বলটা বারপোস্টে লেগে ফিরে আসে। কিন্তু, দ্বিতীয়ার্ধে সেই হতাশা মুছে ফেললেন তিনি। ৭১ মিনিটে ডানদিক থেকে একটা দুর্দান্ত টাচে বলটা মাটিতে নামালেন।
এরপর দীনেশকে কাটিয়ে ভিতরে ঢুকলেন তিনি। অবশেষে বটম রাইট কর্নার দিয়ে নিখুঁত শট। গুয়াহাটি স্টেডিয়ামের গর্জন যেন এক নিমেষে থেমে যায়। উল্লেখ্য, নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে বরাবরই জ্বলে ওঠেন লিস্টন। এই ম্যাচেও তার ব্যতিক্রম হল না। নর্থ-ইস্টের বিরুদ্ধে এই নিয়ে তিনি ৯ নম্বর গোলটা করে ফেললেন। আর মোহনবাগানের জার্সিতে পঞ্চম।
এই জয়ের পাশাপাশি মোহনবাগান ISL-এর লিগ টেবিলে আরও একবার শীর্ষস্থানে উঠে এল। শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৪-২ গোলে জয়লাভ করার পর বেঙ্গালুরু এফসি ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছিল। কিন্তু, একদিন পরই মোহনবাগান সেই জায়গাটা ছিনিয়ে নিল। ১০ ম্যাচে তারা ২৩ পয়েন্ট সংগ্রহ করেছে। যদিও বেঙ্গালুরু ১১ ম্যাচ খেলে ফেলেছে।