শেষ আপডেট: 2nd January 2025 21:25
দ্য ওয়াল ব্যুরো : চলতি বছরের শুরুটা বেশ ধামাকাদার মেজাজেই করল মোহনবাগান সুপার জায়ান্ট। বৃহস্পতিবার (২ জানুয়ারি) তারা হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। ম্যাচের শুরু থেকেই গোলের বন্যা ছুটতে শুরু করে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্য়াচে শেষপর্যন্ত মেরিনার্সরা ৩-০ গোলে জয়লাভ করেছে। মাঠে উপস্থিত ৩৬ হাজার ৮৩৯ সমর্থকের কাছে এর থেকে বড় উপহার আর কীই বা হতে পারে।
শুরু থেকেই বাগান ফুটবলারদের দাপট অব্যাহত ছিল। ৯ মিনিটে হায়দরাবাদের স্টেফান স্যাপিচের গোলে এগিয়ে যায় মোহনবাগান। লিস্টনের বাড়ানো বল থেকে গোলমুখী শট নিয়েছিলেন সাহাল আবদুল সামাদ। হায়দরাবাদের গোলরক্ষক আর্শদীপ বলটাকে ঠেলে বের করে দিতে চেয়েছিলেন। কিন্তু, ডিফেন্ডার স্টেফানোর গায়ে লেগে সেটা নিজেদের গোলেই ঢুকে যায়। ১৭ মিনিটে ম্যাকলারেন গোলমুখী শট মারলেও, সেটা পোস্টে লেগে ফিরে আসে।
৪১ মিনিটে টম অলড্রেডের পা থেকে আসে দ্বিতীয় গোল। তবে এই গোলের সময় আচমকা লাইন্সম্য়ান পতাকা তুলে ধরেন। ব্যাপারটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়। কারণ অফসাইড না হ্যান্ডবল কিছুই বোঝা যাচ্ছিল না। শেষপর্যন্ত গোলটা দেওয়া হয়। এই নিয়ে মোহনবাগান সেটপিস থেকে ১৫ নম্বর গোলটা করে ফেলল।
দ্বিতীয়ার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে মাঠে নামে মোহনবাগান। ফলে আত্মবিশ্বাসও অনেকটাই উপরের দিকে ছিল। ৫১ মিনিটে ব্যবধান বাড়ালেন জেসন কামিন্স। ম্যাকলারেন বক্সের ঠিক বাইরে থেকেই তাঁর জাতীয় দলের সতীর্থের দিকে বলটা বাড়িয়ে দেন। এরপর টপ লেফট কর্নার দিয়ে মোহনবাগানের স্কোরকার্ড ৩-০ করে দেন কামিন্স। ৫৪ মিনিটে অ্যালবার্তো রডরিগের কাছে ব্যবধান বাড়ানোর সুযোগ এলেও, সেটা কাজে লাগাতে পারেননি তিনি। ৯৩ মিনিটে হায়দরাবাদের ফুটবলার অভিজিৎ গোল করার সুযোগ পেলেও, সেই গোল্ডেন চান্স মিস করেন। এরপর যা হওয়ার, তাই হল। মাথা উঁচু করে মাঠ ছাড়ল মেরিনার্সরা।