শেষ আপডেট: 30th November 2024 21:35
দ্য ওয়াল ব্যুরো : শনিবার (৩০ নভেম্বর) ঘরের মাঠে চেন্নাইন এফসির (Mohun Bagan vs Chennaiyin) বিরুদ্ধে প্রতিশোধের ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে তারা ১-০ গোলে জয়লাভ করল। ম্যাচের জয়সূচক গোলটি করলেন জেসন কামিন্স। আর সেইসঙ্গে গোটা বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম গর্জে উঠল।
এই ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দরজা খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধেও একটা সময় মনে হচ্ছিল, এই ম্যাচটা বোধহয় গোলশূন্য ড্র হবে। কিন্তু, গ্রেগ স্টুয়ার্ট এবং জেসন কামিন্স মাঠে নামতেই গোটা ছবিটা একেবারে বদলে গেল।
ম্যাচের ৮৬ মিনিটে আসে সেই কাঙ্খিত গোল। সবথেকে বড় কথা, ৮৫ মিনিটেই দিমি পেত্রাতোসের পরিবর্তে স্টুয়ার্ট মাঠে নেমেছিলেন। আর নামার এক মিনিটের মধ্য়েই তিনি বক্সের মধ্যে জেসন কামিন্সকে পেয়ে যান। কামিন্সের দিকে বল বাড়াতেই বাগানে অজি স্ট্রাইকার কোনও ভুল করলেন না। বিপক্ষের তেকাঠিতে সজোরে শট নেন। আর সেইসঙ্গে মোহনবাগান চলতি ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে ফের শীর্ষস্থানে উঠে আসে।
আপাতত মোহনবাগানের ঝুলিতে ৯ ম্যাচে ২০ পয়েন্ট রয়েছে। বেঙ্গালুরু এফসি-ও ২০ পয়েন্টেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু, গোল পার্থক্যে তারা মোহনবাগানের থেকে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। সেকারণে সেকেন্ড বয় হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। ম্যাচের শেষে হাসিমুখে মাঠ ছাড়লেন হোসে মলিনা।