শেষ আপডেট: 8th December 2024 09:44
দ্য ওয়াল ব্যুরো : মহারণের অপেক্ষা করছে রবিবাসরীয় (৮ ডিসেম্বর) সন্ধ্যাবেলা। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচ জিতে মোহনবাগান আবারও পয়েন্টস টেবিলের শীর্ষে উঠতে চাইবে।
একদিকে হাইল্যান্ডার্সরা ঘরের মাঠে কোনও মূল্যেই জয় হাতছাড়া করতে চাইবে না। অন্য়দিকে, মেরিনার্সরা তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। বিশেষ করে সম্প্রতি তারা যে দাপুটে পারফরম্য়ান্স করছে, সেটাই বজায় রাখতে চাইবে মলিনার দল।
ঘরের মাঠে আপাতত বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি। শেষ ৬ ম্যাচের মধ্যে তারা চারটেই জিতে নিয়েছে। সম্প্রতি এই ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে তারা জামশেদপুর এফসি-কে ৫-০ গোলে হারিয়েছিল। আর ওড়িশার বিরুদ্ধে ৩-২ গোলে জয়লাভ করে। শেষ দুটো হোম ম্যাচে তারা মোট আটটি গোল করেছে। মোহনবাগানের বিরুদ্ধেও তারা এই দুরন্ত ফর্মের পুনরাবৃত্তি চাইবে।
ওপেন প্লে-তে হাইল্যান্ডার্সরা রীতিমতো চোখ রাঙাতে শুরু করেছে। এই মরশুমে ওপেন প্লে থেকেই তারা ১৮ গোল করেছে। দলের ফরোয়ার্ড আলাদিন আজাইরি আক্রমণের মুখ হয়ে উঠেছেন। এই মরশুমের চার ম্যাচে তিনি পাঁচ কিংবা তার বেশি গোলমুখী শট নিয়েছেন। রবিবারও তিনি যে আক্রমণের দায়িত্ব গ্রহণ করবেন, তা বলা যেতেই পারে। এখনও পর্যন্ত তিনি ১১ গোল করে ফেলেছেন। এই তালিকা আরও লম্বা করতে চাইবেন তিনি।
মোহনবাগান কোচ হোসে মলিনা বললেন যে কোনও একজন ফুটবলারের জন্য তিনি আলাদা করে পরিকল্পনা করেননি। গোটা বিপক্ষ দলকে কীভাবে হারানো যায় সেই ছকই করছেন তিনি।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠক করতে এসে তিনি বললেন, 'আমরা এমন একটা দলের বিরুদ্ধে খেলছি, যাদের বিরুদ্ধে আমাদের ভাল পারফরম্য়ান্স করতেই হবে। ওদের হাতে এমন কয়েকজন খেলোয়াড় রয়েছেন, যাঁরা ম্যাচে রং বদলে দিতে পারেন। তবে আমরাও জয়ের জন্য পরিকল্পনা তৈরি করেছি।'
সম্প্রতি মোহনবাগানও নেহাতই খারাপ ছন্দে নেই। আইএসএল টুর্নামেন্টে নর্থ-ইস্টের বিরুদ্ধে শেষ তিনটে ম্যাচে তারা কমপক্ষে তিনটে করে গোল করেছে। হাইল্যান্ডারদের রাতের ঘুম যে লিস্টন কোলাসো কাড়তে পারেন, সেকথা আমরা সকলেই জানি। এই দলটার বিরুদ্ধে ৮ গোল করেছেন লিস্টন। কোনও একটি দলের বিরুদ্ধে ভারতীয় ফুটবলারদের মধ্যে তৃতীয় সর্বাধিক গোল তাঁর দখলেই রয়েছেন। আশা করা যায়, আলাদিনের নেমেসিস তিনিই হতে পারেন।