শেষ আপডেট: 11th January 2025 11:14
দ্য ওয়াল ব্যুরো : ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয় লেগের ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। শনিবার (১১ জানুয়ারি) গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হবে।
খাতায়-কলমে ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই শক্তিশালী মোহনবাগান। কিন্তু, ডার্বি ম্যাচের সৌন্দর্য্য বরাবরই অনিশ্চয়তার উপর নির্ভর করে। এই ম্যাচ বহু অনামী তারকারও জন্ম দেয়।
শনিবার এই ২ দ্বৈরথেই নজর থাকবে বাংলার আপামর ফুটবল সমর্থকদের। আসুন, দেখে নেওয়া যাক :
শনিবারের ডার্বিতে এই লড়াইয়ের উপর অবশ্যই সকলের নজর থাকবে। কারণ এই লড়াইটা নির্ধারণ করবে গোটা ম্যাচের ফলাফল। গত ম্যাচে জর্ডনের এই ফুটবলার খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেননি। ফলত, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গল ২-৩ গোলে হেরে গিয়েছিল।
অন্যদিকে জেমি ম্যাকলারেন আরও একবার কলকাতা ডার্বিতে গোল করার চেষ্টা করবেন। গত অক্টোবর মাসে আয়োজিত প্রথম লেগের কলকাতা ডার্বিতে তিনি গোল করেছিলেন। সেই ম্যাচে মোহনবাগান ২-০ গোলে জয়লাভ করেছিল।
ফলে জেমি ম্যাকলারেন যেখানে থাকবেন, সেখানে ইস্টবেঙ্গল ডিফেন্সে কোনও ভুল-ত্রুটি একেবারে কাম্য নয়। ইস্টবেঙ্গল ব্যাকলাইনে হিজাজি অন্যতম শক্তিশালী স্তম্ভ। কিন্তু, সম্প্রতি ব্যক্তিগত সচেতনতার অভাবে যথেষ্ট সমালোচিত হয়েছেন।
আর এই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করবেন ম্যাকলারেন। হিজাজির মধ্যে তেমন একটা গতি নেই। ফলে অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড ইস্টবেঙ্গল ডিফেন্সে গতির লড়াইয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এই পরিস্থিতি সামলাতে হবে হিজাজিকে।