শেষ আপডেট: 6th January 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো : কলকাতা ডার্বি নিয়ে ক্রমশ বাড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। দুই দলের সমর্থকরা ইতিমধ্যেই কোমর বাঁধতে শুরু করেছে। কিন্তু, এই ডার্বি ম্যাচ কোথায় হবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে এবার যাবতীয় জল্পনার অবসান হতে চলেছে। সূত্রের খবর, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হবে। আশা করা হচ্ছে, শীঘ্রই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে চায় কলকাতা পুলিশ। যেহেতু বাবুঘাট অন্যতম ট্রানজিট পয়েন্ট, সেকারণে এখানে আরও বেশি করে নজরদারি চালানো হবে। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুলিশ এনে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হবে। একথা মাথায় রেখে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে যে ১১ জানুয়ারি আয়োজিত ম্যাচের জন্য পর্যাপ্ত পুলিশকর্মী নিয়োগ করা সম্ভব হবে না।
সূত্রের খবর, মোহনবাগান সুপার জায়ান্ট চেয়েছিল যাতে জামশেদপুরে এই ডার্বি ম্যাচ আয়োজন করা যায়। কিন্তু, বাগানের পরের ম্যাচটাই যেহেতু জামশেদপুরের বিরুদ্ধে রয়েছে, সেকারণে এই প্রস্তাব বাতিল হয়ে যায়। এরপর দ্বিতীয় পছন্দের তালিকায় ছিল ওড়িশার কলিঙ্গ স্টেডিয়াম। কিন্তু, সেখানেও মোহনবাগান উইঙ্গার সমস্যার কারণে ওড়িশায় খেলতে চায়নি। শেষপর্যন্ত, গুয়াহাটিতেই এই ম্যাচ আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি ISL টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে মোহনবাগান ২-০ গোলে জয়লাভ করে। ফিরতি ডার্বিতে ইস্টবেঙ্গল যে প্রতিশোধ তুলতে চাইবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। সম্প্রতি অস্কার ব্রুজোঁ লাল-হলুদ ব্রিগেডের দায়িত্ব গ্রহণ করার পর দলটা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। এই ম্যাচেও তারা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। যদিও সোমবার (৬ জানুয়ারি) মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচে তারা কেমন পারফরম্যান্স করে, সেদিকে সকলের নজর থাকবে।
অন্যদিকে, বছরের শুরুতেই হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে মেরিনার্সরা ৩-০ গোলে জয়লাভ করেছে। এই ম্যাচে মোহনবাগানের হয়ে গোল করেন টম অলড্রেড এবং জেসন কামিন্স। এছাড়া স্টেফান শাপিচ একটি আত্মঘাতী গোল করেছিলেন। ডার্বি ম্যাচের আগে এই জয় মোহনবাগানকে যে আলাদা করে অক্সিজেন দেবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আপাতত ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান। দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে থাকা বেঙ্গালুরুর থেকে তারা ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামী ১১ তারিখ এই ব্যবধান আরও বাড়ানো যায় কি না, সেদিকেই সকলের নজর থাকবে।