শেষ আপডেট: 11th January 2025 10:10
দ্য ওয়াল ব্যুরো : আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে কলকাতা ডার্বির মহারণ। গঙ্গাসাগর মেলার কারণে এবারের ডার্বি ম্য়াচ সল্টলেক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে না। বদলে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এই ম্য়াচের আসর বসতে চলেছে।
সেকারণে সিংহভাগ বাঙালি ফুটবল সমর্থকেরই মন খারাপ। ডার্বি ম্যাচ হবে, অথচ মাঠে যেতে পারবেন না, এমনটা আবার হয় নাকি! কিন্তু, প্রশাসনের নিরাপত্তার উপর তো আর কিছু বলার থাকে না। অতএব দুধের স্বাদ মেটাতে হবে ঘোলেই। ঘরে বসে টেলিভিশনের পর্দাতেই রাখতে হবে চোখ।
ভারতে ইন্ডিয়ান সুপার লিগের অফিশিয়াল ব্রডকাস্টার হল স্পোর্টস ১৮। সুতরাং স্পোর্টস ১৮-র প্রত্যেকটা চ্যানেলেই আপনি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্য়াচের মজা উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে কলকাতা ডার্বি ম্য়াচের লাইভ স্ট্রিমিংও আপনি দেখতে পারেন। যাঁদের কাছে জিও সিম কার্ড রয়েছে, তাঁরা ফ্রি'তেই জিও সিনেমা অ্যাপ উপভোগ করতে পারেন। এরজন্য আপনাকে আলাদা করে কোনও টাকা দিতে হবে না।
তাহলে আর কী! ঘড়িতে সন্ধ্যা সাড়ে ৭টার অ্যালার্ম সেট করে রাখুন। ভারতীয় ফুটবলের সবথেকে বড় মহারণ বলে কথা! হতে পারে, পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান (১৪ ম্যাচে ৩২ পয়েন্ট) এবং ১১ নম্বরে ইস্টবেঙ্গল (১৪ ম্যাচে ১৪ পয়েন্ট)। কিন্তু, তা বলে ডার্বির গুরুত্ব একেবারেই কমছে না।