শেষ আপডেট: 10th January 2025 14:47
দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার শহর কলকাতার পারদ অনেকটাই নিম্নমুখী। রীতিমতো ঠাণ্ডায় কাঁপছে দিঘা থেকে দার্জিলিং। কিন্তু, এই ঠাণ্ডার মধ্যেও ডার্বির আঁচ একেবারে গনগনে রয়েছে তিলোত্তমার। সৌজন্যে ঘটি-বাঙালের লড়াই। কলকাতা ডার্বির গনগনে আঁচে ইতিমধ্যে গা সেঁকতে শুরু করেছেন আপামর বাঙালি ফুটবলকূল।
এবারের ডার্বি ম্যাচ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হচ্ছে না। গঙ্গাসাগর মেলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এই মেলার নিরাপত্তার কারণেই সল্টলেক স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা যায়নি। বদলে ডার্বির আসর বসতে চলেছে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে। শুক্রবার সকালে এই ম্যাচ খেলার জন্য গুয়াহাটি উড়ে গেল সবুজ-মেরুন ব্রিগেড। তবে এই ম্যাচ খেলতে যাওয়ার আগে সাংবাদিক বৈঠক করলেন মোহনবাগান কোচ হোসে মলিনা।
শুরুতেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ডার্বি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে ইস্টবেঙ্গল এফসি-কে কীভাবে দেখছেন? জবাবে মলিনা বললেন, 'ফুটবলের দিক থেকে বিচার করতে হলে, গত ডার্বিটাই ওদের কোচের জন্য প্রথম ম্যাচ ছিল। এরপর থেকে ওরা অনেকটাই উন্নতি করেছে। এই দলটা একেবারেই ভিন্ন। তবে আমি আবারও সেই একই কথা বলব। আমি আমার দলকে যথেষ্ট বিশ্বাস করি।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই ম্যাচে ইস্টবেঙ্গল একেবারে হাল ছেড়ে দেবে না। আশা করছি, ওরা কঠিন টক্কর দিতে পারবে। দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আমরাও লড়াইয়ের জন্য প্রস্তুত। এই মোহনবাগান দলকে নিয়ে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। আশা করছি, মেরিনার্সরা মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেবে এবং ম্যাচটা জেতার চেষ্টা করবে।'
প্রসঙ্গত, চলতি ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান আপাতত সুখের সময় কাটাচ্ছে। লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত তারা ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের অবস্থা বেশ কঠিন। তারা ১৪ ম্যাচে মাত্র ১৪ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। গত ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তারা ৩-২ গোলে পরাস্ত হয়েছে। এবার ডার্বির মহারণে কোন দলের মুখে শেষ হাসি দেখতে পাওয়া যায়, তারই অপেক্ষা করছে দুই দলের সমর্থকরা।