শেষ আপডেট: 2nd December 2024 13:30
দ্য ওয়াল ব্যুরো : ফুটবল ময়দানে বাঙালির আবেগের অপর নাম মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। মাঠের লড়াইয়ের পাশাপাশি অনেকসময় সেই 'আবেগ' মাঠের বাইরেও চলে আসে। আর তখনই ঘটে যায় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। সম্প্রতি তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
গত শুক্রবার (২৯ নভেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি'র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের নজরকাড়া হেডে জয়লাভ করে লাল-হলুদ ব্রিগেড।
এই ম্য়াচে স্টেডিয়ামের বাইরে বক্স-অফিস ফ্লেক্স লাগানো হয়েছিল। আর পরেরদিন এই একই ভেন্যুতে আবার মোহনবাগানেরও খেলা ছিল। চেন্নাইন এফসি'র বিরুদ্ধে তারাও ১-০ গোলে জয়লাভ করে। আর গোলটি করেছেন সুপার সাব জেসন কামিন্স।
এই ভাইরাল হওয়া ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, দুই যুবক রাতের অন্ধকারে এক অপরের পিঠে চেপে ইস্টবেঙ্গলের ফ্লেক্সটি ছিঁড়ে ফেলছে। এরমধ্যে একজনের গায়ে আবার মোহনবাগানের জার্সিও দেখতে পাওয়া যায়।
These two idiots thought they could erase East Bengal by tearing our badge on the box office flex. But they don’t realize that their club officials have been trying to do the same for a century without ever succeeding, not even once. Typical Mawra Bihari Bagan culture! And pic.twitter.com/OJIVjaAtKT
— Arijeet (@ShomeArije77435) November 30, 2024
ভিডিওটি প্রকাশ্যে আসার পর ইস্টবেঙ্গল সমর্থকরা খুব স্বাভাবিকভাবেই রেগে গিয়েছেন। এই ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি সকলেই আশা করছেন। অনেকে তো আবার ওই দুই যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোরও হুমকি দিয়েছেন। মোটের উপর, গোটা বিষয়টা নিয়ে যে জলঘোলা শুরু হয়েছে, তা আলাদা করে বলার দরকার নেই।