শেষ আপডেট: 23rd September 2024 22:33
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জয়ের সরণীতে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার (২৩ সেপ্টেম্বর) তারা নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্যাচে মেরিনার্সরা ৩-২ গোলে জয়লাভ করেছে।
ম্যাচের চতুর্থ মিনিটে মহম্মদ আলির গোলে এগিয়ে গিয়েছিল নর্থ-ইস্ট ইউনাইটেড। বক্সের বাইরে থেকে শক্তিশালী শট লেফট কর্নার দিয়ে বাগানের জালে জড়িয়ে যায়।
মাত্র ৬ মিনিটের মধ্যেই বাগান সমর্থকদের মুখে হাসি ফোটালেন ২১ বছর বয়সি ফুটবলার দীপেন্দু বিশ্বাস। দিমিত্রি পেত্রাতোসের ফ্রি-কিক থেকে নিখুঁত একটি হেড করে গোল করলেন তিনি। নর্থ-ইস্টের গোলরক্ষক কার্যত অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল।
২৪ মিনিটের মাথায় ফের এগিয়ে যায় নর্থ-ইস্ট ইউনাইটেড। সৌজন্যে আলাদিন আজারাইয়ের গোল। জিতিনের বাড়নো পাস থেকে তিনি বাগানের তেকাঠি চিনতে ভুল করেননি।
এরপর বাগানের হয়ে ফের সমতা ফেরালেন ক্যাপ্টেন শুভাশিস বসু। নর্থ-ইস্টের গোলরক্ষক গুরমিত সিং একটা হেডার ঠিক করে তালুবন্দি করতে পারেননি। বলটা শুভাশিসের পায়ের কাছে চলে আসে। তিনি গোলপোস্টের একেবারে সামনে দাঁড়িয়ে ছিলেন। দলকে এগিয়ে দিতে তিনি কোনও ভুল করেননি।
এই ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে নেমেছিলেন জেসন কামিন্স। সাহাল আবদুল সামাদের থেকে পাস পেয়ে ৮৭ মিনিটে তিনি মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে জয়সূচক গোলটি করলেন। প্রসঙ্গত, এবারের ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার তিন ফুটবল প্রধানই অংশগ্রহণ করেছে। এদের মধ্যে মোহনবাগানই প্রথম জয় ছিনিয়ে আনতে পারল।