শেষ আপডেট: 5th October 2024 21:22
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে আইএসএল টুর্নামেন্টের মিনি ডার্বি নিয়ে একটা চাপা উত্তেজনা চলছিল। মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মলিনার স্ট্র্যাটেজি নিয়েও উঠেছিল একাধিক প্রশ্ন। তবে শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যেভাবে সবুজ-মেরুন ঝড়ে ব্ল্যাক প্যান্থার্সরা ৩-০ গোলে উড়ে গেল তা অবশ্যই প্রশংসনীয়। একটি করে গোল করলেন জেমি ম্যাকলারেন, শুভাশিস বসু এবং গ্রেগ স্টুয়ার্ট। তবে ম্য়াচের দ্বিতীয়ার্ধে কোনও দলই আর গোল করতে পারেনি
এই ম্যাচে জেমি ম্যাকলারেন একক দাপট দেখালেন। কখনও আক্রমণভাগে, কখনও বা আবার রক্ষণে নেমে খেলেছেন তিনি। মাঝ মাঠে কর্তৃত্ব ফলালেন অনিরুদ্ধ থাপা এবং শুভাশিস বসু। যদিও এই ম্যাচে তিনি একটি গোলও করলেন। গত তিনটে ম্যাচে যে মোহনবাগানকে দেখতে পাওয়া গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে শনিবার যেন তাদের একেবারে চেনাই যাচ্ছিল না। এই ম্যাচে মহমেডানের রক্ষণ এতটাই দুর্বল দেখাচ্ছিল, বাগানের ফুটবলাররা একেবারে হেসেখেলে স্প্লিট পাস করে নিজেদের কাজটা করে যাচ্ছিল।
একেবারে প্রথম মিনিট থেকে অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়তে শুরু করে মেরিনার্সরা। ৮ মিনিটে মোহনবাগানকে ১-০ গোলে এগিয়ে দিলেন জেমি ম্যাকলারেন। ইন্ডিয়ান সুপার লিগে এটাই তাঁর প্রথম গোল। একটা কর্নার কিক থেকে গোল করেন তিনি। বলটা প্রথমে স্টুয়ার্টের কাছে এসেছিল। তিনি হেড দিয়ে ম্যাকলারেনের কাছে পাঠিয়ে দেন। সেই বলে আবারও মাথা স্পর্শ করেন জেমি। সঙ্গে সঙ্গে গোল।
৩১ মিনিটে মোহনবাগানের গোল পার্থক্য বাড়ালেন অধিনায়ক শুভাশিস বসু। তিনিও কর্নার কিক থেকেই হেড দিয়ে গোল করেন। ইন্ডিয়ান সুপার লিগে ষষ্ঠ গোল করলেন শুভাশিস। ৩৬ মিনিটে আবারও গোল মোহনবাগানের। গত কয়েকটা ম্যাচে গ্রেগ স্টুয়ার্টের পারফরম্য়ান্স নিয়ে সমালোচনা হলেও, মিনি ডার্বিতে তিনি নিন্দুকদের মুখ বন্ধ করে দেন। মাঝমাঠ থেকে বল নিয়ে ড্রিবল করে তিনি উঠে আসেন। সাদা-কালো ব্রিগেডের রক্ষণ তাঁকে অনেকটা জায়গা দিয়ে ফেলেছিল। শেষপর্যন্ত তিনি হাসতে হাসতে ফিনিশ করলেন।