শেষ আপডেট: 30th October 2024 22:12
দ্য ওয়াল ব্যুরো: এবারের আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্টের অপ্রতিরোধ্য গতি বজায় থাকল। কলকাতা ডার্বির ১১ দিন পর ফের মাঠে নেমেছিল মেরিনার্সরা। সেকারণে ম্যাচের ফলাফল কী হবে, তা নিয়ে অনেকেই আশঙ্কায় ছিলেন। কিন্তু, পালতোলা নৌকার সামনে কার্যত চুরমার হয়ে গেল হায়দরাবাদ এফসি। ২-০ গোলে জয়লাভ করল মোহনবাগান সুপার জায়ান্ট। একটি করে গোল করলেন মনবীর সিং এবং শুভাশিস বসু।
এটা মোহনবাগানের কাছে অ্যাওয়ে ম্যাচ ছিল। হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করা হয়। কিন্তু, তার কোনও প্রভাব অবশ্য বাগান ব্রিগেডের উপর পড়েনি। শেষ ৬ ম্য়াচের মধ্যে এটা মোহনবাগানের চতুর্থ জয়। ১৩ পয়েন্ট নিয়ে বাগান ব্রিগেড আপাতত দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। মাত্র এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু এফসি।
ম্যাচের প্রথমার্ধে স্পষ্টতই রাজত্ব করল মেরিনার্সরা। যদিও অ্যালবার্তো রডরিগস এবং শুভাশিস বসু হলুদ কার্ড দেখেছিলেন। দুজনেই হায়দরাবাদের উইঙ্গার আবদুল রাবিহকে বাজেভাবে ট্য়াকল করেন।
ম্যাচের ২৩ মিনিটে হায়দরাবাদের সামনে গোল করার একটা সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু, দলের স্ট্রাইকার রামলুনচুঙ্গা সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না। মাঝমাঠ থেকে তিনি একটি লম্বা বল ধরেন। এরপর বাঁদিক ধরে উপরের দিকে উঠে আসেন তিনি। তাঁর সামনে মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ ছাড়া আর কেউ ছিল না। কিন্তু, বিশাল শেষপর্যন্ত পরিস্থিতি বিপদমুক্ত করলেন।
এই ম্যাচে হায়দাবাদের ডিফেন্স যথেষ্ট চাপে পড়ে যায়। অ্যালেক্স সাজি এবং পরাগ শ্রীবাস সেইভাবে নিজেদের মেলে ধরতে পারলেন না।
ম্যাচের ৩৭ মিনিটে লিড নেয় মোহনবাগান। সৌজন্যে মনবীর সিংয়ের একটি দুর্দান্ত গোল। অনিরুদ্ধ থাপার থেকে বল সংগ্রহ করে ডানদিক থেকে তিনি উপরের দিকে উঠে আসেন। নির্দ্বিধায় ঢুকে পড়েন হায়দরাবাদের ডিফেন্স জোনে। ডজে পরাস্ত করেন হায়দরাবাদের গোলকিপার লাল জংতেকে। পাশাপাশি নিজামবাহিনীর দুই ডিফেন্ডারও মনবীরের পা থেকে বল কাড়তে পারেননি।
প্রথমার্ধের শেষে মোহনবাগান ১-০ গোলে এগিয়ে থাকে।
দ্বিতীয়ার্ধেও ছবিটা অবশ্য বিন্দুমাত্র বদলায়নি। আবারও গোটা মাঠজুড়ে দেখতে পাওয়া গেল সবুজ-মেরুন ফুটবলারদের দাপট। ৫৫ মিনিটে মোহনবাগানের হয়ে গোল ব্যবধান বাড়ালেন অধিনায়ক শুভাশিস বসু। গ্রেগ স্টুয়ার্টের একটি ফ্রি-কিক শটে তিনি নিখুঁত হেড করলেন। আর সঙ্গে সঙ্গে বলটা হায়দরাবাদের জালে জড়িয়ে যায়।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মোহনবাগান কিন্তু ম্য়াচটা ৩-০ গোলের ব্যবধানেও জিততে পারত। ৮৪ মিনিটে লিস্টন কোলাসোকে একটি থ্রু বল বাড়িয়েছিলেন জেমি ম্য়াকলারেন। কিন্তু, এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হল কোলাসো। তবে হায়দরাবাদের বিরুদ্ধে এই জয় মোহনবাগানের আত্মবিশ্বাস যে আরও বাড়িয়ে দেবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।