শেষ আপডেট: 2nd December 2024 14:10
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার (৩০ নভেম্বর) চেন্নাইন এফসি'র বিরুদ্ধে তারা ১-০ গোলে জয়লাভ করেছে।
গোটা ম্যাচেই দুটো দলের ভোঁতা আক্রমণ দেখতে পাওয়া গেল। ম্যাচের ৮৬ মিনিটে অবশেষে গোল করলেন জেসন কামিন্স। গ্রেগ স্টুয়ার্টের অব্যর্থ পাসকে কাজে লাগিয়ে লক্ষ্যভ্রষ্ট হননি কামিন্স।
তবে এই ম্যাচে মোহনবাগানের উপর কার্যত বিপর্যয় নেমে এসেছে। দলের দুই ডিফেন্ডার শুভাশিস বসু এবং অ্যালবার্তো রডরিগস হলুদ কার্ড দেখলেন। ২০২৪-২৫ মরশুমে তাঁরা দুজনেই চতুর্থ হলুদ কার্ড দেখার জন্য পরের ম্য়াচটা খেলতে পারবেন না। এদিকে মেরিনার্সরা আগামী ম্যাচে শক্তিশালী নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে।
তবে ম্যাচের পর মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা জানিয়েছেন, এই বিপর্যয় নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন। বললেন, 'এই বিষয়টা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। জানতাম যে ওরা যে কোনও মুহূর্তে সাসপেন্ড হতে পারে। একটা লম্বা টুর্নামেন্টে এমনটা হতেই পারে। তবে একসঙ্গে দুই ফুটবলারের নির্বাসন কিছুটা হয়ত চাপ তৈরি করবে। কারণ আমাদের দলে খুব বেশি ডিফেন্ডার নেই।'
সঙ্গে তিনি এও যোগ করেছেন, 'আমি নিশ্চিত যে কিছু না কিছু একটা সমাধান অবশ্যই বেরিয়ে আসবে। এই ব্যাপারটা নিয়ে আমাকে চিন্তাভাবনা করতে হবে। আপাতত এই সপ্তাহের অনুশীলনটা দেখি। আগামী অনুশীলনে আমরা নতুন কিছু করার চেষ্টা করব। আশা করছি, সমাধান সূত্র বেরিয়ে আসবে। আমাদের দলে একাধিক ভাল ফুটবলার রয়েছে। তারা বিভিন্ন পজিশনে খেলতে পারে।'