শেষ আপডেট: 12th November 2024 12:02
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার (৯ নভেম্বর) আইএসএল টুর্নামেন্টে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
তবে এই ম্যাচে এক মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলের দুই ফুটবলার লাল কার্ড দেখেছিলেন। নন্দকুমার শেখর এবং নাওরেম মহেশ। এরপর প্রায় ৭০ মিনিট ধরে লাল-হলুদ ব্রিগেড ৯ ফুটবলার নিয়ে লড়াই করেছে। বিষয়টা নিয়ে এখনও হাওয়া যথেষ্ট গরম হয়ে রয়েছে।
কিন্তু, আইএসএল টুর্নামেন্টের একটি ম্যাচেই সাতটি লাল কার্ড দেখানো হয়েছিল। আসুন, সেই ম্যাচ নিয়ে একবার আলোচনা করে নেওয়া যাক।
এই তো ২০২৩ সালের ডিসেম্বর মাসের কথা। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। এই ম্যাচে মোট সাতটা লাল কার্ড দেখানো হয়েছিল। খেলা চলাকালীন তো চারটে দেখানো হয়েছিলই। এমনকী, ম্য়াচ শেষ হওয়ার পরও দেখানো হয় তিনটে লাল কার্ড।
মাত্র তিন মিনিটের ব্যবধানে সবুজ-মেরুন ব্রিগেডের লিস্টন কোলাসো এবং আশিস রাইকে লাল কার্ড দেখানো হয়েছিল। পাশাপাশি মুম্বইয়ের দুই ফুটবলারও এই একই কার্ড দেখেছিলেন। কিন্তু, সময়ের ফারাক ছিল সওয়া এক ঘণ্টা। এই ম্যাচে মোহনবাগান ২-১ গোলে হেরে গিয়েছিল। এক ম্যাচে সাতটি লাল কার্ডের সাক্ষী ভারতীয় ফুটবলে এর আগে কখনও দেখতে পাওয়া যায়নি।