শেষ আপডেট: 13th September 2024 15:55
দ্য ওয়াল ব্যুরো: হাতে বাকি আর মাত্র কয়েকঘণ্টা। তারপরই শুরু হতে চলেছে ২০২৪-২৫ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। কিন্তু, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আকাশ কালো করে যেভাবে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, তাতে অনেকেই সন্দেহ করছেন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আয়োজিত এই ম্যাচ না ভেস্তে যায়। আসুন, দেখে নেওয়া যাক ম্যাচ চলাকালীন কেমন থাকবে আবহাওয়া।
অ্যাকুওয়েদার অ্যাপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ প্রায় ৬৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সন্ধ্যা সাতটা থেকে ন'টা পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তবে রাত ৯টার পর থেকে বৃষ্টির বেগ অনেকটাই বাড়বে। জানা গিয়েছে, প্রায় ৮৫ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। তবে মোটের উপর রাতের বেলা ৯৯ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আদৌ চলতি আইএসএল টুর্নামেন্টের উদ্বোধনী ম্য়াচ আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আকাশে মেঘের ঘনঘটা দেখে মোহনবাগান সমর্থকরা কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছেন। পরিসংখ্যান বলছে, ২০২০-২১ এবং ২০২১-২২ মরশুমের আইএসএল উদ্বোধনী ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেড জয়লাভ করেছিল। শুক্রবারও সেই প্রত্যাশা নিয়েই তাঁরা সল্টলেক স্টেডিয়ামে ভিড় জমাবেন।
যদিও মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে মেরিনার্সদের রেকর্ড তেমন একটা নজরকাড়া নয়। গত ১০ ম্যাচের মধ্যে তারা মাত্র একটাতেই জয়লাভ করেছে। তবে এই একটা জয়ই বাগানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ তারা মুম্বইকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের খেতাব জয় করেছিল।
বিশাল কাইথ (গোলকিপার), টম অলড্রেড, আলবার্তো রডরিগস, শুভাশিস বসু, মনবীর সিং, অনিরুদ্ধ থাপা, লালেংমাওইয়া রালতে, সাহাল আবদুল সামাদ, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স।