শেষ আপডেট: 18th September 2024 16:46
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান সুপার জায়ান্টের সামনে আপাতত অগ্নিপরীক্ষা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু প্রতিযোগিতার গ্রুপ এ-র প্রথম ম্যাচে তারা খেলতে নামছে। প্রতিপক্ষের নাম এফসি রাভশান ক্লাব। তাজাকস্তানের এই ফুটবল ক্লাবটি ধারে-ভারে মেরিনার্সদের থেকে অনেকটাই এগিয়ে, তা বলার অপেক্ষা রাখে না। বুধবার (১৮ সেপ্টেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের আয়োজন করা হবে।
ইন্ডিয়ান সুপার লিগে শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এসিএল টু টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। বুধবারের এই ম্য়াচে জয়লাভ করে তারা এই টুর্নামেন্টে ইতিবাচকভাবে যাত্রা শুরু করতে চাইবে।
১৩৫ বছরের পুরনো মোহনবাগান ক্লাবের ঐতিহ্য সম্পর্কে আলাদা করে আর কিছু বলার দরকার নেই। তবে এফসি রাভশান ক্লাবের বিরুদ্ধে তারা এই প্রথমবার খেলতে নামছে।
এই একই গ্রুপে খেলতে নামছে ইরানের ফুটবল দল ট্রাক্টর এবং কাতারের আল ওয়াকরা এফসি। গ্রুপ পর্যায়ের প্রতিটা ম্যাচই হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে আয়োজন করা হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটো দল নক আউট পর্যায়ে নাম লেখাতে পারবে।
এই ম্যাচ খেলতে নামার আগে মোহনবাগান তাদের মিশ্র সাফল্যের ঝুলি নিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাসী থাকবে। কারণ সম্প্রতি ডুরান্ড কাপের ফাইনালে খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। যদিও পেনাল্টি শ্যুটআউটে তারা নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে হেরে যায়।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-য়ে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশান ক্লাবের ম্যাচটি ১৮ সেপ্টেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।
ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা এই ম্যাচটি শুরু হবে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-য়ে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশান ক্লাবের ম্যাচটি ফ্যানকোডে সরাসরি সম্প্রচার করা হবে।
যদিও ভারতে এএফসি প্রতিযোগিতার আনুষ্ঠানিক সম্প্রচার স্পোর্টস ১৮ নেটওয়ার্কের হাতে রয়েছে। কিন্তু, বুধবারের ম্যাচটি এই নেটওয়ার্কে দেখা যাবে না।