শেষ আপডেট: 11th January 2025 19:08
দ্য ওয়াল ব্য়ুরো : কলকাতা ডার্বির ঢাকে ইতিমধ্য়ে কাঠি পড়ে গেল। শনিবার (১১ জানুয়ারি) গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মুখোমুখি খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। খাতায়-কলমে মোহনবাগান এই ম্য়াচে হয়ত অনেকটাই এগিয়ে রয়েছে। কিন্তু, আবেগের বিচারে পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও। ইতিমধ্যে দুই দলের প্রথম একাদশ ঘোষণা করা হয়ে গিয়েছে। আসুন দেখে নেওয়া যাক, কোন কোন ফুটবলারের নাম রয়েছে সেই তালিকায়?
ভারতে ইন্ডিয়ান সুপার লিগের অফিশিয়াল ব্রডকাস্টার হল স্পোর্টস ১৮। সুতরাং স্পোর্টস ১৮-র প্রত্যেকটা চ্যানেলেই আপনি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্য়াচের মজা উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে কলকাতা ডার্বি ম্য়াচের লাইভ স্ট্রিমিংও আপনি দেখতে পারেন। যাঁদের কাছে জিও সিম কার্ড রয়েছে, তাঁরা ফ্রি'তেই জিও সিনেমা অ্যাপ উপভোগ করতে পারেন। এরজন্য আপনাকে আলাদা করে কোনও টাকা দিতে হবে না।
লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত তারা ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের অবস্থা বেশ কঠিন। তারা ১৪ ম্যাচে মাত্র ১৪ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। গত ম্য়াচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তারা ৩-২ গোলে পরাস্ত হয়েছে। এবার ডার্বির মহারণে কোন দলের মুখে শেষ হাসি দেখতে পাওয়া যায়, তারই অপেক্ষা করছে দুই দলের সমর্থকরা।