শেষ আপডেট: 30th October 2024 22:42
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগে আরও একটি ধামাকাদার পারফরম্যান্স উপহার দিল মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার (৩০ অক্টোবর) হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে তারা খেলতে নামে। এই ম্য়াচে বাগান ব্রিগেড ২-০ গোলে জয়লাভ করেছে। আর হায়দরাবাদ এফসি-কে হারাতে না হারাতেই এক্স হ্যান্ডলে একটি বিশেষ পোস্ট করে কাটা ঘায়ে নুনের ছিটে দিল মোহনবাগান।
Biryani is always better with Aalu ????????
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 30, 2024
Watch #ISL 2024-25 live on @JioCinema & @Sports18 ???? https://t.co/B8PAAg4KV8#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/e7cy4kBJwr
বাঙালি বরাবরই খাদ্যরসিক। আর যদি পাতে বিরিয়ানি পড়ে, তাহলে তো টরে-টক্কা। এই বিরিয়ানির স্বাদ নিয়ে গোটা দেশেই কমবেশি দ্বৈরথ রয়েছে। কেউ বলেন লখনউয়ের বিরিয়ানি ভাল, কেউ বলেন মোরাদাবাদের, কেউবা আবার হায়দরাবাদের। তবে কলকাতা তথা বাঙালির বিরিয়ানিতে একটি বিশেষত্ব রয়েছে। আর সেটা হল একটি প্রমাণ সাইজের আলু। অনেকেই বলেন, আলু নাকি বিরিয়ানির স্বাদ নষ্ট করে। কিন্তু, ভোজনরসিক বাঙালি সেইসব কথায় পাত্তা দিতে নারাজ। আর হায়দরাবাদকে হারানোর পর সেই বিরিয়ানি প্রসঙ্গ তুলেই কটাক্ষ করল বাংলার ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট।
ম্যাচের কথায় ফেরা যাক। বুধবার গোটা ম্যাচ জুড়ে মেরিনার্সদের দাপট ছিল চোখে পড়ার মতো। ম্যাচের ৩৭ মিনিটে লিড নেয় মোহনবাগান। সৌজন্যে মনবীর সিংয়ের একটি দুর্দান্ত গোল। অনিরুদ্ধ থাপার থেকে বল সংগ্রহ করে ডানদিক থেকে তিনি উপরের দিকে উঠে আসেন। নির্দ্বিধায় ঢুকে পড়েন হায়দরাবাদের ডিফেন্স জোনে। ডজে পরাস্ত করেন হায়দরাবাদের গোলকিপার লাল জংতেকে। পাশাপাশি নিজামবাহিনীর দুই ডিফেন্ডারও মনবীরের পা থেকে বল কাড়তে পারেননি।
প্রথমার্ধের শেষে মোহনবাগান ১-০ গোলে এগিয়ে থাকে।
দ্বিতীয়ার্ধেও ছবিটা অবশ্য বিন্দুমাত্র বদলায়নি। আবারও গোটা মাঠজুড়ে দেখতে পাওয়া গেল সবুজ-মেরুন ফুটবলারদের দাপট। ৫৫ মিনিটে মোহনবাগানের হয়ে গোল ব্যবধান বাড়ালেন অধিনায়ক শুভাশিস বসু। গ্রেগ স্টুয়ার্টের একটি ফ্রি-কিক শটে তিনি নিখুঁত হেড করলেন। আর সঙ্গে সঙ্গে বলটা হায়দরাবাদের জালে জড়িয়ে যায়।
এই জয়ের পাশাপাশি ১৩ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাগান ব্রিগেড। মাত্র এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু এফসি। ফের মোহনবাগানের সামনে একটা লম্বা বিরতি রয়েছে। আগামী ১০ নভেম্বর তারা ওডিশা এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে। বিরিয়ানির পর এবার রসগোল্লা দ্বৈরথে মোহনবাগান জিততে পারে কি না, আপাতত সেদিকেই সকলে তাকিয়ে রয়েছে।