শেষ আপডেট: 3rd October 2024 20:50
দ্য ওয়াল ব্যুরো : শনিবার (৫ অক্টোবর) মিনি ডার্বির জন্য অপেক্ষা করছে শহর কলকাতা। একদিকে মোহনবাগান সুপার জায়ান্ট এবং অন্যদিকে মহমেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
বৃহস্পতিবার এই ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মহমেডান দলের শীর্ষকর্তা দীপেন্দু বিশ্বাস। তিনি বললেন, 'মোহনবাগান একটা বড় দল। ওদ্র নিয়ে চিন্তা তো থাকবেই। ওরা এতদিন ধরে আইএসএল খেলছে। আইএসএল শিল্ড এবং ট্রফি দুটোই চ্যাম্পিয়ন হয়েছে। ওদের অবশ্যই আলাদা করে গুরুত্ব দিতে হবে।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এটা ২৪ ম্যাচের লিগ। পরে আবার নকআউট পর্বও রয়েছে। এই পরিস্থিতিতে তিনটে ম্য়াচ দিয়ে কোনও দলকে বিচার করা সম্ভব নয়। তার উপরে মোহনবাগান আবার গত ম্য়াচটা তিন গোলে হেরেছে। ফলে ওদের আরও বেশি করে গুরুত্ব দিতে হবে।'
এবারের আইএসএল টুর্নামেন্টে মোহনবাগানের পারফরম্য়ান্স নিয়ে সবুজ-মেরুন সমর্থকরা যারপরনাই হতাশ। দলের রক্ষণ নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ২ গোলে এগিয়ে থাকার পরও, ম্য়াচ ড্র করে তারা মাঠ ছাড়ে। পরের ম্যাচে নর্থ-ইস্টকে উড়িয়ে ডুরান্ড ফাইনালের বদলা নিয়েছিল ঠিকই, কিন্তু গত ম্য়াচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তারা ০-৩ গোলে পরাস্ত হয়েছে।
তবে এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে একেবারে নারাজ দীপেন্দু। তিনি বললেন, 'আমি নিজে মোহনবাগানের জার্সি পরে খেলেছি। ফলে তিন গোলে হারার পর কীভাবে কামব্যাকের জন্য ওরা মরিয়া হবে, সেটা আমি খুব ভাল করেই জানি। সেই সতর্কতা আমাদের অবশ্যই রাখতে হবে।'
তাঁর কথায়, 'মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে বরাবরই গুরুত্ব দিতে হবে। আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি, এই দুটো দল কত খেতাবই না জয় করেছে। এই দুটো দলকে গুরুত্ব দিলে তবেই ভারতবর্ষের ফুটবল থাকবে। নাহলে নয়।'