শেষ আপডেট: 15th March 2025 14:33
দ্য ওয়াল ব্যুরো: শনিবার (১৫ মার্চ) ইন্ডিয়ান সুপার লিগে নকআউট পর্বের সূচি ঘোষণা করা হল। জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল ২০২৪-২৫ আইএসএল মরশুম শেষ হতে চলেছে।
আগামী ২৯ এবং ৩০ চলতি ইন্ডিয়ান সুপার লিগের নকআউট পর্ব আয়োজন করা হবে। এরপর দুটো লেগের সেমিফাইনাল ম্যাচ যথাক্রমে এপ্রিল মাসের ২-৩ এবং ৬-৭ তারিখ আয়োজন করা হবে।
এই টুর্নামেন্টের বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ অর্থাৎ ২০২৪-২৫ আইএসএল মরশুমের শেষ ম্যাচটা আগামী ১২ এপ্রিল আয়োজন করা হবে।
এবারের আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট ইতিহাস কায়েম করেছে। টানা ২ মরশুম তারা এই টুর্নামেন্টে লিগ শিল্ডের খেতাব জয় করেছে। আইএসএল ইতিহাসে মোহনবাগানই প্রথম দল যারা এমন নজির কায়েম করল। প্লে-অফের টিকিট মোহনবাগান ছাড়াও কনফার্ম করেছে এফসি গোয়া (দ্বিতীয়), বেঙ্গালুরু এফসি (তৃতীয়), নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি (চতুর্থ), জামশেদপুর এফসি (পঞ্চম) এবং মুম্বই সিটি এফসি (ষষ্ঠ)।
এবার প্লে-অফ পর্বে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানের মধ্যে থাকা দলগুলো জোড়া লেগের নকআউট ম্যাচ খেলবে। এরপরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে সেমিফাইনাল পর্বে মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া বিরুদ্ধে কোন দুটো দল সরাসরি খেলতে পারবে।
প্রসঙ্গত, হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে এই শেষ চারের লড়াই আয়োজন করা হবে। দুটো লেগের বিজয়ী দল শেষপর্যন্ত আগামী ১২ এপ্রিল ফাইনাল ম্যাচ খেলতে নামবে।