শেষ আপডেট: 4th October 2024 19:41
দ্য ওয়াল ব্যুরো: সুপার স্যাটারডে। আগামী ৫ অক্টোবর ২০২৪-২৫ আইএসএল মরশুমের প্রথম মিনি ডার্বি আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। দুটো দলই এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে একটি করে ম্যাচে জয়লাভ করেছে। ফলে লড়াই যে একেবারে হাড্ডাহাড্ডি হবে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
শুক্রবার ম্যাচের আগে সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মলিনা। এই মরশুমে তাঁর দলের পারফরম্য়ান্স এখনও সমর্থকদের সন্তুষ্ট করতে পারেনি। বিশেষ করে গত ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হেরে যাওয়ার পর সবুজ-মেরুন সমর্থকরা কার্যত ক্ষোভে ফুটতে শুরু করেছিলেন। গত ম্য়াচের ফলাফল প্রসঙ্গে মলিনা বললেন, 'বেঙ্গালুরু যথেষ্ট ভাল খেলে জয়লাভ করেছে। এখানে ওদের কৃতিত্ব দিতেই হবে।' এরপর তাঁকে প্রশ্ন করা হয় যে মহমেডানের বিরুদ্ধে কামব্যাক করতে পারবে তো মেরিনার্সরা? জবাবে মোহনবাগানের স্প্যানিশ কোচ বললেন, 'ধৈর্য্য ধরুন। এত তাড়াতাড়ি কিছু হয় না।'
শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্ল্যাক প্যান্থার্সদের বিরুদ্ধে খেলতে নামবে মেরিনার্সরা। এই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের কাছে কামব্যাকের সুবর্ণ সুযোগ রয়েছে। প্রথম কথা, আইএসএল খেলার অভিজ্ঞতায় মহমেডানের থেকে মোহনবাগান অনেকটাই এগিয়ে রয়েছে। দ্বিতীয়ত, এটা মোহনবাগানের হোম ম্য়াচ হওয়ার কারণে মানসিকভাবে তারা অ্যাডভান্টেজ পাবে। শনিবাসরীয় ম্যাচেও যদি মেরিনার্সরা বাগানে ফুল ফোটাতে না পারে, তাহলে চোখ বন্ধ করে সমর্থকদের রোষের মুখে তাঁদের পড়তে হবে।
এবারের আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের শুরুটা একেবারে ভাল হয়নি। প্রথম তিনটে ম্যাচেই তারা হারের হ্যাটট্রিক করেছে। এই পরিস্থিতিতে দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। শুক্রবার সকালেই তিনি স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মতে, কুয়াদ্রাতের পদত্যাগ মলিনার উপর মানসিক চাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কারণ বাগানের এই স্প্যানিস কোচের স্ট্র্যাটেজি নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে দলের রক্ষণ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। তবে মলিনা আপাতত কুয়াদ্রাত প্রসঙ্গ নিয়ে মাথা ঘামাতে নারাজ। তিনি বললেন, 'আমি কী করছি, সেই পরিকল্পনা খুব ভাল করেই আমার মাথায় রয়েছে। কুয়াদ্রাতের ব্যাপারে আমি খুব বেশি চিন্তাভাবনা করি না। হার-জিত তো প্রত্যেক ম্যাচের সঙ্গেই অঙ্গাঙ্গীভাবে জড়িত।'
এবারের আইএসএল টুর্নামেন্টে মোহনবাগানের পারফরম্য়ান্স নিয়ে সবুজ-মেরুন সমর্থকরা যারপরনাই হতাশ। দলের রক্ষণ নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ২ গোলে এগিয়ে থাকার পরও, ম্য়াচ ড্র করে তারা মাঠ ছাড়ে। পরের ম্যাচে নর্থ-ইস্টকে উড়িয়ে ডুরান্ড ফাইনালের বদলা নিয়েছিল ঠিকই, কিন্তু গত ম্য়াচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তারা ০-৩ গোলে পরাস্ত হয়েছে।