শেষ আপডেট: 21st October 2024 14:59
দ্য ওয়াল ব্যুরো: এবারের আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারছে না। প্রথম পাঁচ ম্য়াচে এখনও পর্যন্ত তারা একটাতেও জিততে পারেনি। সেকারণে পয়েন্টস টেবিলেও লাল-হলুদ ব্রিগেড একেবারে তলানিতে দাঁড়িয়ে রয়েছে। কীভাবে এই দলটা যে ঘুরে দাঁড়াবে, সেই আশার আলো কেউ দেখাতে পারছেন না। ইতিমধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী দলকে নিয়ে বড়সড় মন্তব্য করলেন সবুজ-মেরুন কোচ হোসে মলিনা।
শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে মোহনবাগান ২-০ গোলে জয়লাভ করেছে। বাগানের হয়ে একটি করে গোল করেন জেমি ম্য়াকলারেন এবং দিমিত্রিয়স পেত্রাতোস। তবে ম্য়াচের শেষে সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গলের এই করুণ দশা নিয়ে মুখ খুললেন বাগান কোচ।
মলিনা বললেন, 'ওরা সত্যিই খুব ভাল দল। ওদের দলে যথেষ্ট ভাল ফুটবলার রয়েছে। আজ হয়ত পয়েন্টস টেবিলের একেবারে তলানিতে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। তবে আমি নিশ্চিত যে এই ফলাফল ঘোরানোর মতো ফুটবলার ওদের দলে রয়েছে। গত মরশুমে এই ভারতের মাটিতেই ওরা নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করেছিল। আমি মনে করি, ওরা যে কোনও মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারবে। পয়েন্টস টেবিলের তলানি থেকে উঠে আসতে পারবে।'
বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৩-০ গোলে মোহনবাগান সুপার জায়ান্ট হারার পর মলিনার স্ট্র্যাটেজি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। কিন্তু, গত ২ ম্যাচে বাগান ক্লিনশিট বজায় রাখার পর নিন্দুকদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। পুজোর ঠিক আগেই মহমেডানের বিরুদ্ধে তারা ৩-০ ব্যবধানে জয়লাভ করেছিল। আর পুজোর পর ইস্টবেঙ্গলকে ২-০ ব্যবধানে পরাস্ত করে।
এই জয়ের পর মলিনা বললেন, 'আমি খুব খুশি। আজ এবং গত ম্যাচে আমরা দুর্দান্ত পারফরম্য়ান্স করেছি। তবে উচ্ছ্বাসে গা ভাসালে চলবে না। গোটা প্রক্রিয়ার উপর ভরসা রাখতে হবে। আমি এখনও বলব যে কয়েকটা জায়গায় মেরামতির প্রয়োজন রয়েছে। এই জয়ে আমি খুশি, তবে মাত্র তিনটেই পয়েন্ট আমরা সংগ্রহ করতে পেরেছি। দুই দলের সমর্থকদের কাছেই ডার্বি ম্য়াচ কতটা গুরুত্বপূর্ণ তা আমি জানি। বাগান সমর্থকদের জন্য আমি আজ খুবই আনন্দিত।'