শেষ আপডেট: 10th February 2025 20:25
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্ট আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছে। ২০ ম্যাচে তারা মোট ৪৬ পয়েন্ট সংগ্রহ করেছে। সেইসঙ্গে লিগ শিল্ড জয়ের দৌড়েও তারা অনেকটা এগিয়ে রয়েছে।
শেষ পাঁচটা ম্যাচের মধ্যে মোহনবাগান সুপার জায়ান্ট তিনটেয় জয়লাভ করেছে। আর বাকি দুটো ম্যাচ তারা ড্র করেছে। ইতিমধ্যে তারা সুপার সিক্সেও প্রথম দল হিসেবে নিজেদের নাম লিখিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে দলের আত্মবিশ্বাস নিয়ে মুখ খুললেন দলের হেড কোচ হোসে মলিনা।
সাংবাদিক বৈঠকে এসে মলিনা বললেন, 'আমরা আপাতত যথেষ্ট ভাল জায়গায় দাঁড়িয়ে রয়েছি। খেতাব জয়ের দৌড়ে থাকা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমরা একটা ম্যাচ বেশি খেলেছি। এরপর যা হবে, দেখা যাবে। আমরা আপাতত শুধুমাত্র নিজেদের পারফরম্যান্সের উপরই ফোকাস করতে চাইছি।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'গত কয়েকটা দিন আমরা পরপর ম্যাচ খেলেছি। এবার সামান্য বিশ্রাম পাব। কয়েকটা দিন অফ রয়েছে। তারপর কেরালা ব্লাস্টার্স ম্যাচের জন্য অনুশীলন শুরু করব। ওই ম্যাচ থেকেও তিন পয়েন্ট অর্জনের জন্য মাঠে নামব।'
প্রসঙ্গত, আগামী ১৫ ফেব্রুয়ারি মোহনবাগান সুপার জায়ান্ট পরবর্তী ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচটি কোচিতে আয়োজন করা হবে।