শেষ আপডেট: 29th November 2024 20:56
দ্য ওয়াল ব্যুরো : শনিবার মোহনবাগান সুপার জায়ান্টের সামনে ফের শীর্ষে ওঠার লড়াই। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচের আগে বিপক্ষকে কার্যত হুঁশিয়ারি দিলেন বাগান কোচ হোসে মলিনা। স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দলে গোল করার মতো একাধিক ফুটবলার রয়েছে।
ম্যাচের আগে শুক্রবার (২৯ নভেম্বর) মোহনবাগান মাঠে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে উপস্থিত ছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ হোসে মলিনা এবং দলের তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপা।
এই বৈঠকে মলিনা বললেন, 'আমাদের দলে আপাতত সবাই ফিট আছে। গ্রেগ স্টুয়ার্ট এবং আশিস রাই শনিবারের ম্য়াচটা খেলতে একেবারে প্রস্তুত।' তিনি আরও যোগ করেন, 'আমি এই দলটাকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। শুধু স্ট্রাইকারের উপরই আমরা নির্ভরশীল নই। আমদের দলে একাধিক ফুটবলার রয়েছে, যারা গোল করতে পারে। সুতরাং, চেন্নাইয়ের বিরুদ্ধে জয় ছাড়া আপাতত কিছুই ভাবছি না।
পাশাপাশি বাগানের তারকা মিডিও জেনারেল বলেন, আমি আগের থেকে অনেকটাই ফিট। চেন্নাইনের বিরুদ্ধে ম্য়াচ খেলার জন্য আমি একেবারে প্রস্তুত।'
এদিন অনিরুদ্ধ থাপার গলায় আপুইয়ার যথেষ্ট প্রশংসা শুনতে পাওয়া গেল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, 'আমাদের দলে বেশ কয়েকজন ভাল ফুটবলার রয়েছে। সবাই নিজেদের সেরাটা উজাড় করতে চায়। শুধু আমি বা আপুইয়া নই, অভিষেক সূর্যবংশী কিংবা দীপক টাংরিও প্রত্যেকটা ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছে।'
২০২৪-২৫ আইএসএল পয়েন্ট টেবিলে আপাতত সাত নম্বরে রয়েছে চেন্নাইন এফসি। গত জোড়া মরশুমে যুবভারতীর সবুজ গালিচায় চেন্নাইনের কাছে মোহনবাগান একবারও জিততে পারেনি। এই ম্যাচে কি ঘড়ির কাঁটা উলটো দিকে ঘোরাতে পারবে মেরিনার্সরা? সেটাই দেখার অপেক্ষা।