শেষ আপডেট: 9th September 2024 15:28
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের আগে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল মোহনবাগান সুপার জায়ান্ট। দলের তারকা গোলরক্ষক বিশাল কাইথকে আগামী পাঁচ মরশুমের জন্য সই করিয়ে ফেলল। ২৮ বছর বয়সি এই শট-স্টপার ২০২২ সালে চেন্নাইন এফসি থেকে মেরিনার্স ব্রিগেডে যোগ দিয়েছিলেন। সময় যত এগিয়েছে, ততই তিনি বাগান শিবিরের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।
কাইথের অনবদ্য পারফরম্যান্স ইতিমধ্যেই গোটা দেশজুড়ে প্রশংসার ঝড় তুলতে শুরু করেছে। এমনকী, ইন্ডিয়ান সুপার লিগে সেরা গোলকিপার হওয়ার দৌলতে তিনি সোনার গ্লাভসও অর্জন করেছেন। গত মরশুমে বাগান যে ইন্ডিয়ান সুপার লিগে উইনার্স শিল্ড জয় করেছিল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে তারা যে নিজেদের আসন পাকা করেছিল, তার পিছনেও বিশালের অবদান অনস্বীকার্য ছিল।
সম্প্রতি ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানকে তোলার পিছনেও বিশালের একটা বিরাট ভূমিকা ছিল। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল ম্যাচে পেনাল্টি শ্যুট আউট চলাকালীন তিনি গুরুত্বপূর্ণ সেভ করেন। ফলে বিশালের এই বর্ধিত চুক্তি মোহনবাগানকে আখেরে যে আগামীদিনে মাইলেজ দেবে, তা বলা যেতে পারে।
মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তি বাড়ার পর বিশাল কাইথ একটি বড়সড় মন্তব্য করলেন। তিনি বললেন, 'আমি আমার বাকি জীবনটা মোহনবাগানের হয়েই খেলতে চাই। সবুজ-মেরুন সমর্থকদের থেকে আমি যে ভালোবাসা এবং স্নেহ পেয়েছি, তারপর যতই অফার আসুক না কেন এই ক্লাব আমি কোনওদিনও ছাড়তে পারব না। এই ক্লাবের প্রতি ভালোবাসাই আমাকে আটকে রেখেছে।'
সমর্থকরা তাঁকে ভালোবেসে 'ফ্লাইং ফ্যালকন' নামে ডাকেন। গোল সেভ করার পাশাপাশি কাইথ গোটা দলের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস ঢুকিয়ে দেন। ক্লাবের সাম্প্রতিক সাফল্যের পিছনে তাঁর যথেষ্ট অবদান রয়েছে। দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংসের মতো ফুটবলাররাও বিশালের প্রশংসায় পঞ্চমুখ।