শেষ আপডেট: 21st October 2024 14:47
দ্য ওয়াল ব্যুরো: জীবনে এই প্রথমবার কলকাতা ডার্বির স্বাদ উপভোগ করলেন মোহনবাগান সুপার জায়ান্টের তারকা বিদেশি গ্রেগ স্টুয়ার্ট। এই ম্য়াচে মোহনবাগান ২-০ গোলে জয়লাভ করেছে। তবে গ্রেগ মনে করেন যে এই ম্যাচটা সবুজ-মেরুন ব্রিগেড আরও বেশি ব্যবধানে জিততে পারত।
বাগানের এই স্কটিশ ফুটবলার বললেন, 'এই ম্য়াচের অধিকাংশ সময়েই বল আমাদের দখলে ছিল। আমাদের ডিফেন্স এবং মিডফিল্ড এককথায় অসাধারণ। জেমি (ম্যাকলারেন) এবং আমি এই ম্যাচটা জিততে আপ্রাণ চেষ্টা করেছি। আমরা ইস্টবেঙ্গলকে কোনও অসম্মান করছি না। তবে আরও বেশি গোলের ব্যবধানে জিততে পারতাম।'
গত শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ডার্বি ম্য়াচের আয়োজন করা হয়েছিল। শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্ট। বাগানের হয়ে প্রথম গোলটা করেন জেমি ম্য়াকলারেন। এছাড়া পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন দিমিত্রিয়স পেত্রাতোস। এই জয়ের পাশাপাশি আইএসএল পয়েন্টস টেবিলে মোহনবাগান সুপার জায়ান্ট (১০) দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
গ্রেগ আরও বললেন, 'কোচ যেখানে বলবেন, সেখানেই আমি খেলতে প্রস্তুত। এমনকী, গোলকিপার হিসেবে খেলতেও আমার কোনও সমস্যা নেই আমাদের দলে নতুন কোচ এসেছেন। একেবারে নতুন একটা সেট-আপ তৈরি হয়েছে। আপাতত আমরা একটা রূপান্তরের মধ্যে দিয়ে এগোচ্ছি।'