শেষ আপডেট: 6th November 2024 19:26
দ্য ওয়াল ব্যুরো: এবারের ইন্ডিয়ান সুপার লিগে কার্যত অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ১০ নভেম্বর (রবিবার) ওডিশা এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নামছে। এই ম্যাচটি কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের তারকা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট খেলতে পারবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত রবিবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে বাগান ব্রিগেড। হায়দরাবাদ ম্য়াচের পর তিন দিনের ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু, তারপর থেকে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাননি হোসে মলিনা। কিন্তু, স্টুয়ার্টের চোট বাগান টিম ম্য়ানেজমেন্টকে যে অনেকটাই চাপে রেখেছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
বুধবার (৬ নভেম্বর) বন্ধ দরজার ওপারে অনুশীলন করল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু, এই ম্যাচে গ্রেগ স্টুয়ার্টকে সেভাবে প্র্যাকটিস করতে দেখা গেল না। তাঁর পায়ে রয়েছে মোটা ব্যান্ডেজ। এমনকী, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন তিনি।
শোনা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার অনুশীলন করতে পারেন তিনি। সূত্রের খবর, যদি লক্ষ্মীবারে তিনি প্র্যাকটিস করেন, তাহলে ওডিশার বিরুদ্ধে খেলতে পারবেন কি না, জানা যাবে।
প্রসঙ্গত, বুধবারের অনুশীলনে বাগান কোচ হোসে মলিনা দলের মিডফিল্ড এবং ডিফেন্সের উপর বেশি করে জোর দিলেন। জানা গিয়েছে, শনিবার সকালে অনুশীলনের পরই মেরিনার্সরা ওডিশা উড়ে যাবে। তবে স্টুয়ার্ট ছাড়া গোটা মোহনবাগান দলকেই এদিন বেশ ফুরফুরে মেজাজে দেখতে পাওয়া গিয়েছে।
আইএসএল পয়েন্টস টেবিলে ওডিশা আপাতত খুব একটা ভাল জায়গায় নেই। নর্থ-ইস্ট ইউনাইটেড দলের বিরুদ্ধে হেরে তারা ৯ নম্বরে নেমে এসেছে। সাত ম্য়াচে তারা মাত্র ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা ৬ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে। শীর্ষে থাকা বেঙ্গালুরুর সঙ্গে রয়েছে মাত্র ৩ পয়েন্টের ব্যবধান। এই ম্যাচ জিতে মেরিনার্সরা অবশ্যই শীর্ষে ওঠার চেষ্টা করবে।