শেষ আপডেট: 5th November 2024 18:29
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান সুপার জায়ান্টের সময়টা আপাতত বেশ ভাল যাচ্ছে। ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে সবুজ-মেরুন ব্রিগেড দুর্দান্ত পারফরম্যান্স করছে। পয়েন্ট তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। এক পয়েন্টের ব্যবধানে শীর্ষে রয়েছে বেঙ্গালুরু এফসি।
সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে বাগানের প্রাণভ্রমরা দিমিত্রি পেত্রাতোসকে বেশ হালকা মেজাজে দেখতে পাওয়া গেল। সবুজ-মেরুন ব্রিগেডের এই তারকা ফুটবলারকে একাধিক বিষয়ে প্রশ্ন করা হয়। আর দিলখোলা জবাব দেন পেত্রাতোস।
ইন্টারভিউ চলাকালীন মোহনবাগানের স্টার ফরোয়ার্ড মনবীর সিং সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল পেত্রাতোসকে। তিনি এই ভারতীয় খেলোয়াড়কে কিংবদন্তি ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনা করেন। কেন আচমকা রোনাল্ডোর সঙ্গে তুলনা করলেন মনবীরের, সেই কারণও ব্যাখ্যা করলেন বাগানের এই অজি ফুটবলার।
পেত্রাতোস বললেন, 'আমরা মনবীর সিংকে ভারতের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলে ডাকি। অনুশীলনে ও যথেষ্ট পরিশ্রম করে। ম্য়াচ চলাকালীনও পেশাদার ফুটবল খেলে। মনবীরের উচ্চতাও প্রায় রোনাল্ডোরই কাছাকাছি। আশা করছি, আগামীদিনে ওর থেকে আমরা আরও ভাল ফুটবল আশা করছি।'
পাশাপাশি বাগান সমর্থকদের উদ্দেশ্যে বললেন, 'চুক্তি বাড়ানোর সিদ্ধান্তটা আমার কাছে একেবারেই সহজ ছিল না। তবে অন্য কোনও দলে আমি সই করতে চাইনি। এই ক্লাবেই আমি থাকতে চেয়েছি। এই ক্লাবে প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। ভারতে পা রাখার আগে একটাই বিষয় আমার মাথায় ছিল। সেটা হল ফুটবল উপভোগ করা। সেটা এই দলে আমি ১০০ শতাংশ করতে পারছি।'