শেষ আপডেট: 12th November 2024 12:10
দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার (১০ নভেম্বর) ইন্ডিয়ান সুপার লিগে ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্য়াচটি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজন করা হয়। ম্যাচ শেষ হতে না হতেই একজন ওড়িশা সমর্থক সবুজ-মেরুন ফ্যানেদের সঙ্গে অশালীন আচরণ করেন। এমনকী, তাঁদের মুখের ভাষাও যাবতীয় শালীনতা লঙ্ঘন করেছে।
সম্প্রতি ফ্রিকিং অ্যান্ড স্পোর্টস পেজ থেকে একটি ভিডিও ফেসবুকে আপলোড করা হয়েছে। এই ভিডিওয় স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, কলিঙ্গ স্টেডিয়াম থেকে মোহনবাগান সমর্থকদের বের করে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে বাগান সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে অশ্রাব্য গালিগালাজ। শালীনতার কারণে ভিডিওটি দ্য ওয়াল-এর পেজে আপলোড করা সম্ভব হল না।
এই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেট নাগরিকদের একাংশ ওড়িশা এফসি-র ওই সমর্থকদের নিন্দায় মুখর হয়ে উঠেছেন। অর্ণব সোম নামে এক নেটিজেন লিখেছেন, 'ভুলে যাবেন না, ওদেরও কলকাতায় খেলতে আসতে হবে। তখন ইঞ্চিতে-ইঞ্চিতে বুঝে নেব। মিলিয়ে নেবেন।' তবে স্টেডিয়াম কর্তৃপক্ষ ওই সমর্থকদের জন্য আলাদা কোনও পদক্ষেপ গ্রহণ করবে কি না, সেই ব্যাপারে এখনও কিছু জানতে পারা যায়নি।
প্রসঙ্গত, রসগোল্লা ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্য়াচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্য়াচের ৪ মিনিটে হুগো বুমোসের গোলে এগিয়ে গিয়েছিল ওড়িশা। কিন্তু, ৩৬ মিনিটে মেরিনার্সদের হয়ে সমতা ফেরান মনবীর সিং। ম্য়াচের দ্বিতীয়ার্ধে অবশ্য কোনও গোল হয়নি।
এই ড্রয়ের পর মোহনবাগান ৭ ম্য়াচে ১৪ পয়েন্ট নিয়ে নিজেদের দ্বিতীয় স্থান ধরে রাখতে পেরেছে। অন্য়দিকে ওড়িশা রয়েছে ৯ নম্বরে। তারা ৮ ম্য়াচে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে।