শেষ আপডেট: 13th September 2024 22:44
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে জয়ের মঞ্চ একেবারে প্রস্তুত ছিল। কিন্তু, শেষপর্যন্ত মুম্বই এফসি-র বিরুদ্ধে কাঙ্খিত জয় তারা ছিনিয়ে আনতে পারল না। শুক্রবার কলকাতার বৃষ্টিস্নাত বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ ২-২ গোলে ড্র হল। শেষ মিনিটে মুম্বইয়ের হয়ে সমতা ফেরালেন থায়ের ক্রৌমা। বাগানের ডিফেন্স নিয়ে সমর্থকরা যে রীতিমতো হতাশ হয়ে পড়েছে, তা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
ম্যাচের ৯ মিনিটে মুম্বই সিটি এফসি-র ডিফেন্ডার তথা মোহনবাগানের প্রাক্তন ফুটবলার তিরি একটি আত্মঘাতী গোল করে মেরিনার্সদের এগিয়ে দিয়েছিলেন। আসলে মুম্বইয়ের গোলকিপার ফুরবা লাচেনপা বলটা ঠিকঠাক ক্লিয়ার করতে না পারার কারণেই এই গোলটা হয়ে যায়।
ম্যাচের ২৮ মিনিটে গোলপার্থক্য ২-০ করল সবুজ-মেরুন ব্রিগেড। বাগানের নয়া ফুটবলার অ্যালবার্তো রডরিগস ফার্স্ট টাইম ফিনিশেই বলটা বিপক্ষের জালে জড়িয়ে দিলেন।
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে একেবারে আলাদা মুম্বই সিটি এফসি দলকে দেখতে পাওয়া গেল। গত মরশুমে যে দলটা আইএসএল খেতাব জয় করেছিল, তারা যে এত সহজে হাল ছেড়ে দেবে, তেমনটা কেউ কল্পনা করেননি। অবশেষে সেই কল্পনাই বাস্তবায়িত হল। ম্যাচের ৭০ মিনিটে শাপমোচন করলেন তিরি। তিনি এক গোলের ব্যবধান কমিয়ে দেন। আর ৯০ মিনিটেই দেখা গেল সেই আসল ম্যাজিক। ক্রৌমার গোলে সমতা ফেরাল মুম্বই সিটি এফসি।
এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার আগে বাগান সমর্থকরা এই উদ্বোধনী ম্যাচটা প্রতিশোধের ম্য়াচ হিসেবে দেখছিলেন। কারণ গত মরশুমের ফাইনালে এই মোহনবাগানকে হারিয়েই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। কিন্তু, সেই প্রতিশোধ আর শেষপর্যন্ত নেওয়া হল না। আগামী ২৩ সেপ্টেম্বর মোহনবাগান পরের ম্য়াচ খেলতে নামবে। প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড। এই ম্যাচে মেরিনার্সরা তাদের কাঙ্খিত জয় লাভ করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।