শেষ আপডেট: 10th January 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো : রাতের পোহালেই ডার্বির মহারণ। শনিবার (১১ জানুয়ারি) গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচ শুরুর আগে দুই শিবিরেই উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে।
এই ম্য়াচের আগে অনেকেই বলতে শুরু করেছেন, এবারের ডার্বিতে নাকি দুই অসম শক্তির লড়াই হতে চলেছে। লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রয়েছে মোহনবাগান। অন্যদিকে, ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, শক্তির বিচারে নাকি মেরিনার্সরা কিছুটা হলেও এগিয়ে থাকবে। কিন্তু, সবুজ-মেরুন ব্রিগেডের কোচ হোসে মলিনা কিন্তু সেকথা মানতে একেবারেই নারাজ।
তিনি বললেন, 'ব্যাপারটা কিন্তু একেবারেই তেমন নয়। এই ম্যাচটা জেতার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। এই ম্য়াচে ইস্টবেঙ্গলকে হারানোর জন্য আমরা নিজেদের সেরা পারফরম্যান্সটাই করতে চাই। আশা করছি, আমরা সেই লক্ষ্যপূরণ করতে পারব। তার থেকেও বড় কথা, সমর্থকদের একটা ভাল ম্য়াচ উপহার দিতে পারব। তবে নিশ্চিতভাবে বলতে পারি, এই ম্য়াচটা আমাদের জন্য একেবারেই সহজ হবে না।'
গঙ্গাসাগর মেলার কারণে এবারের ডার্বি ম্য়াচ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা সম্ভব হয়নি। সেকারণে কলকাতার সমর্থকদের যে মোহনবাগান কোচ মিস করবেন, তা জানিয়েও দিলেন। মলিনার কথায়, 'আমরা অবশ্যই সমর্থকদের মিস করব। আশা করছি, কিছু সমর্থক হয়ত আমাদের সমর্থন করতে আসবেন। আমি জানি, এই ম্য়াচটা সমর্থকদের কাছেও কতটা গুরুত্বপূর্ণ। ওদের জন্যই এই ম্যাচটা জিততে চাই।'