শেষ আপডেট: 17th September 2024 14:26
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা একেবারে ভালো করতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে থাকলেও, শেষপর্যন্ত ড্র করে তারা মাঠ ছাড়ে। এই পরিস্থিতিতে সবুজ-মেরুন ব্রিগেডের রক্ষণ নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। অনেকে আবার বাগান কোচ হোসে মলিনার দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। এই বিতর্কের মধ্যেই বুধবার (১৮ সেপ্টেম্বর) এসিএল টু-র প্রথম ম্যাচে খেলতে নামছে মেরিনার্সরা। প্রতিপক্ষ তাজিকিস্তানের রাভশান ক্লাব।
সমর্থকদের মুখে আপাতত একটাই প্রশ্ন। দুর্বল ডিফেন্সকে এই কয়েকটা দিনের মধ্যে কতটা মজবুত করতে পারেন মলিনা, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। সোমবার থেকেই শুরু হয়েছে অনুশীলন। তবে প্র্যাকটিসে নামার আগে ফুটবলারদের সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেছেন তিনি। আশা করা হচ্ছে, এই বৈঠকে রক্ষণের মেরামতি নিয়ে আলাদা করে কথা বলা হয়েছে। কারণ ডুরান্ড ফাইনালের পর ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচেও জয় হাতছাড়া হওয়ায় বাগানের স্প্যানিশ কোচের উপর ক্রমশ চাপ বাড়তে শুরু করছে।
এমনিতেই আন্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কারণে সবুজ-মেরুন সমর্থকরা কিছুটা হলেও অসন্তুষ্ট হয়েছিলেন। উপর্যুপরি, মলিনা দায়িত্ব গ্রহণ করার পর সেভাবে নজর কাড়তে পারেননি। ইতিমধ্যে মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু মলিনার কৌশল নিয়ে পরোক্ষে প্রশ্নও তুলেছেন। এই পরিস্থিতিতে রাভশান ক্লাবের বিরুদ্ধে এই ম্যাচটা মলিনার কাছে কার্যত অ্যাসিড টেস্ট হয়ে দাঁড়িয়েছে।
আরও উদ্বেগের কারণ রয়েছে। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন বাগানের তারকা ফুটবলার অ্যালবার্তো রডরিগস। তিনি অনুশীলনে ফিরলেও, সেভাবে আশা দেখাতে পারলেন না। আশঙ্কা করা হচ্ছে, বুধবারের ম্য়াচে তিনি হয়ত খেলতে পারবেন না। এসিএল টু-র ম্যাচ যে তুলনামূলক অনেকটাই কঠিন, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এই পরিস্থিতিতে বাগানের কাজ যে আরও কঠিন হয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।