শেষ আপডেট: 30th September 2024 14:13
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত জঘন্য পারফরম্যান্স করেছে ইস্টবেঙ্গল এফসি। টুর্নামেন্টের প্রথম তিনটে ম্য়াচে তারা জিততে পারেনি। এই পরিস্থিতিতে সমর্থকদের ক্ষোভ ক্রমশ বাড়তে শুরু করেছিল। এই পরিস্থিতিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) পদত্যাগ করলেন কার্লেস কুয়াদ্রাত।
কুয়াদ্রাতের এই পদত্যাগের পর মোহনবাগান সমর্থকদের একাংশ বলতে শুরু করেছে, তাহলে কি এবার হোসে মলিনার সময়ও ঘনিয়ে এল। এবারের আইএসএল টুর্নামেন্টে মোহনবাগানও এখনও পর্যন্ত নজর কাড়তে পারেনি। যে দলটা গত মরশুমে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, তারাই এবার প্রথম তিনটে ম্যাচের মধ্যে মাত্র একটাতেই জয়লাভ করেছে। একটা ম্যাচ ড্র হয়েছে এবং গত ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তারা হেরে গিয়েছে।
মলিনার এই পারফরম্য়ান্স দেখে বাগান সমর্থকরাও একেবারে খুশি নন। ইতিমধ্যেই তাঁর মার্কশিটে লাল কালির দাগ পড়ে গিয়েছে। বাগানের এই স্প্যানিশ ম্যানেজারের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ, তিনি দলের দুর্বল রক্ষণকে একেবারে মেরামত করতে পারছেন না। বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ২০ মিনিটে জোড়া গোল হজম করার পর, মেরিনার্স রক্ষণের অস্থি-কঙ্কালসার চেহারাটা আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে।
বাগান সমর্থকদের একাংশ ইতিমধ্যেই মলিনার পদত্যাগের দাবি করেছেন। তবে আশা করা যেতেই পারে, মলিনা এত তাড়াতাড়ি পদত্যাগ করবেন না। ২০২৩ সালে ইস্টবেঙ্গলের দায়িত্ব গ্রহণ করেছিলেন কুয়াদ্রাত। এরপর তাঁকে বেশ কয়েকটি অগ্নিপরীক্ষার মুখে পড়তে হয়েছিল। অধিকাংশ ক্ষেত্রেই তিনি ব্যর্থ হন। কিন্তু, মলিনার ছবিটা কিছুটা হলেও আলাদা। বাগান ম্যানেজমেন্ট হাবাস বিদায়ের পর মলিনাকে নিযুক্ত করেছে। খুব বেশি ম্য়াচ তাঁকে এখনও খেলতে হয়নি। ইতিপূর্বে এটিকে-র সাফল্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। প্রাথমিক ধাক্কা সামলে মলিনা যদি কামব্যাক করতে পারেন, তাহলে বাগান সমর্থকদের কাছে এর থেকে বড় সুখবর আর কিছু হতে পারে না।