শেষ আপডেট: 23rd September 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট এখনও পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেনি। প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষপর্যন্ত ড্র করতে হয়েছে। সোমবার তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নামবে।
এই নিয়ে টানা দ্বিতীয় হোম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। গত মরশুমে যে দলটা আইএসএল শিল্ড জয় করেছিল, এবার কিন্তু এখনও পর্যন্ত সেই আগুন ফর্ম দেখতে পাওয়া যায়নি। গত ১৩ সেপ্টেম্বর মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে জোড়া গোলে তারা এগিয়ে ছিল। কিন্তু, শেষপর্যন্ত এই ম্যাচটা ড্র করে মোহনবাগানকে মাঠ ছাড়তে হয়।
ডুরান্ড কাপ ফাইনালেও এই একই ছবি দেখতে পাওয়া গিয়েছিল। জোড়া গোলে এগিয়ে থেকেও রেগুলেশন টাইমে ২-২ গোলে ম্য়াচ ড্র হয়ে যায়। অবশেষে পেনাল্টি শ্যুটআউটে জয়লাভ করে খেতাব ছিনিয়ে নেয় নর্থ-ইস্ট ইউনাইটেড।
সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-য়ে একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাওয়া যায়। তাজাখস্তানের ফুটবল দল এফসি রাভশানের বিরুদ্ধে তারা গোলশূন্য ড্র করে।
সোমবার ডুরান্ড ফাইনালে হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে মোহনবাগানের সামনে। আশা করা হচ্ছে, সোমবারের ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারাতে পারবে মেরিনার্সরা। ইতিমধ্যে নর্থ-ইস্ট এই টুর্নামেন্টে জয়ের স্বাদ পেয়ে গিয়েছে। আইএসএল ডেবিউটেন্ট মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা ইতিপূর্বে ১-০ গোলে জয়লাভ করেছে।
তবে ম্যাচ শুরুর আগে সাংবাদিক বৈঠকে মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ হোসে মলিনা স্পষ্ট জানিয়ে দেন যে তাঁর দলকে আরও বেশি করে রক্ষণের দিকে খেয়াল রাখতে হবে।
তিনি বললেন, 'আমাদের আরও ভাল করে ফুটবল খেলতে হবে। ম্যাচ জিততে হলে ডিফেন্স আরও মজবুত করতে হবে। এখনও পর্যন্ত মোহনবাগান যে পারফরম্যান্স করেছে, তা দেখে আমি হতাশ। কীভাবে প্রতিপক্ষের গোল আটকানো যায়, তা নিয়ে আমি প্রতিদিন দলের ফুটবলারদের সঙ্গে কথা বলছি। এই বিষয়টার উপর আমাদের ফোকাস ধরে রাখতে হবে। ইতিবাচক মানসিকতা বজায় রাখতে হবে। আশা করছি, পরবর্তী ম্যাচগুলোয় আমরা আরও ভাল পারফরম্য়ান্স করতে পারব।'