শেষ আপডেট: 13th September 2024 12:51
দ্য ওয়াল ব্যুরো: শুরু হচ্ছে ২০২৪-২৫ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ। প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। শুক্রবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। প্রসঙ্গত, গত মরশুমের আইএসএল ফাইনালে এই দুটো দলই একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। আইল্যান্ডার্সরা সেই ম্যাচে মেরিনার্সদের কার্যত উড়িয়ে দেন। সেকারণে বাগান সমর্থকরা এই মরশুমের উদ্বোধনী ম্যাচটা প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছেন। তবে সেই পথে হাঁটতে নারাজ মোহনবাগান সুপার জায়ান্টের নয়া কোচ হোসে মলিনা।
মোহনবাগানের নতুন কোচ হোসে মলিনা আপাতত 'প্রতিশোধ' নিয়ে কোনওরকম চিন্তাভাবনাই করছেন না। সমর্থকরা যতই শুক্রবারের ম্যাচকে গত মরশুমের ফাইনালের রিপিট টেলিকাস্ট হিসেবে দেখতে চাইছে, সেখানে মলিনা স্পষ্ট জানিয়ে দিলেন, 'গত মরশুমের কয়েকটা ম্যাচই আমি দেখেছি। তবে গত মরশুমের ব্যাপার গত মরশুমেই ছেড়ে আসা ভাল। এবার আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। ওদের দলে বেশ কয়েকজন ফুটবলার পরিবর্তিত হলেও, কোচ বদল হয়নি।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমাদের দলে নতুন কোচ এসেছে। এসেছে নতুন ফুটবলারও। আমি মনে করি, গত মরশুমের আইএসএল ফাইনালের তুলনায় এটা একেবারে ভিন্ন ম্যাচ হতে চলেছে। ফলে গত মরশুমে কী হয়েছে, তা নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। অতীতটা আসলে অতীতই। বর্তমানে আমরা কঠোর পরিশ্রম করতে চাই, যাতে ভবিষ্যতটা আমাদের সুন্দর হতে পারে। আর সেটা মাথায় রেখেই আমরা এই ম্যাচটা জিততে চাই।'