শেষ আপডেট: 18th January 2025 00:27
দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার (১৭ জানুয়ারি) জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্য়াচে মোহনবাগান লিড নিলেও একাধিক সুযোগ নষ্টের খেসারত তাদের দিতে হয়। শেষপর্যন্ত ম্য়াচটা ১-১ গোলে ড্র হয়েছে।
ম্যাচের শেষে দলের পারফরম্য়ান্স নিয়ে যারপরনাই হতাশ হয়ে পড়লেন হোসে মলিনা। তবে এই ড্র করার জন্য তাঁর দল যে একটা পয়েন্ট পেয়েছে, তা নিয়েই সন্তুষ্ট তিনি। বললেন, 'সবথেকে বেশি গোল করার সুযোগ আমরাই তৈরি করেছিলাম। সেইদিক থেকে বিচার করতে গেলে তিনটে পয়েন্ট অর্জন করতে পারলে ভালই হত। তবে হারের থেকে তো এক পয়েন্ট পাওয়া ভাল। আমরা টেবিলে এক পয়েন্ট যোগ করলাম।'
শুক্রবার ম্য়াচের ২৬ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। বাগানের হয়ে গোলটি করেছিলেন শুভাশিস বসু। কিন্তু, দ্বিতীয়ার্ধে জামশেদপুরের হয়ে সমতা ফেরালেন স্টিফেন এজে। ৬০ মিনিটের মাথায় তিনি একক দক্ষতায় একটি বিশ্বমানের গোল করেন। বাগানের ৩ ডিফেন্ডারকে কাটিয়ে যেভাবে তিনি বিপক্ষের জালে বলটা জড়ালেন, তা এককথায় অনির্বচনীয় ছিল।
সাংবাদিক বৈঠকে মলিনা আরও যোগ করলেন, 'এই ম্য়াচে আমরা অনেকগুলো গোল করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু, সেগুলো হাতছাড়া করতে হয়েছে। আজকের দিনটাই আসলে আমাদের ছিল না। আজকের ম্যাচে হয়ত আমরা গোল করতে পারিনি। তবে আগামীদিনে অবশ্যই গোল আসবে। দলের প্রত্যেক ফুটবলারের উপর আমার যথেষ্ট আস্থা রয়েছে।'