শেষ আপডেট: 4th September 2024 19:53
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ২০২৪-২৫ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ। এই টুর্নামেন্টের জন্য মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যেই গা গরম করতে শুরু করে দিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে সমর্থকদের উত্তেজনাও।
ইতিপূর্বে, আন্তোনিও লোপেজ হাবাসের কোচিংয়ে আইএসএল লিগ শিল্ড জয় করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু, টুর্নামেন্টের পরই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তাঁকে পত্রপাঠ বিদায় জানায়। হাবাসের ছেড়ে যাওয়া সিংহাসনে বসেন মোলিনা। কিন্তু, ডুরান্ড ফাইনালে নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে হেরে যাওয়ার পর মেরিনার্সরা মোলিনাকে নিয়ে কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছে।
তবে মোলিনা অবশ্য সেইসব নিয়ে একেবারেই চিন্তিত নন। তিনি খুল্লমখুল্লা বললেন, 'আমার উপর কোনও চাপ নেই। অনেক বছর ধরে কোচিং করাচ্ছি। গত বছর দল খুব ভাল খেলেছিল। কিন্তু গত বছরের কথা ভাবলে চলবে না। অতীতের কথা ভাবছি না। বর্তমানের দিকে তাকাচ্ছি।'
পাশাপাশি তিনি আরও যোগ করেন, 'ডুরান্ড ফাইনালে আমরা খুবই খারাপ খেলেছিলাম। তবে সেই ভুল থেকে আমরা যথেষ্ট শিক্ষা গ্রহণ করেছি। আইএসএল টুর্নামেন্টে আমরা নতুন করে শুরু করতে চাই। এখনও তো সবেমাত্র একমাস হয়েছে। বেশ কয়েকটা জায়গা উন্নত করতে হবে। আশা করছি, আমরা দ্রুত ফর্মে ফিরতে পারব।'
বুধবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে সাতটি দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে ছিলেন দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স, সুহেল ভাট, আশিক কুরুনিয়ান ও কোচ হোসে মোলিনা। অনুষ্ঠান চলাকালীন কামিন্স বললেন, 'মলিনা আমাদের সঙ্গে একেবারে বন্ধুর মতো ব্যবহার করে। বাগানে আগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। সকলে মিলে দলকে জেতানো ছাড়া আর কিছু ভাবছি না।'