শেষ আপডেট: 5th September 2024 14:40
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের মহাযুদ্ধ। ফলে হাতে যে আর খুব একটা বেশি সময় নেই, তা বলা যেতে পারে। এই পরিস্থিতিতে আনোয়ার আলির বিকল্প হিসেবে কাকে দলে নিতে চলেছে মোহনবাগান? আদৌ কাউকে নেওয়া হবে? এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করলেন বাগান কোচ হোসে মলিনা।
প্রসঙ্গত, এবারের আইএসএল টুর্নামেন্টে মোট ১৩টি দল অংশগ্রহণ করতে চলেছে। গত বুধবার (৪ সেপ্টেম্বর) রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে আইএসএল ম্যানেজমেন্ট একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল। ১৩টি দলের মধ্যে সাতটি দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। সেখানে ছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট দলের প্রতিনিধিরাও।
কথায় কথায় মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনাকে আনোয়ারের ব্যাপারে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা। গত কয়েকমাস ধরে বাগান ডিফেন্ডার আনোয়ার আলির ট্রান্সফার নিয়ে যথেষ্ট জলঘোলা চলছিল। একদিকে আনোয়ার ইস্টবেঙ্গল দলে যোগ দিতে চাইছিলেন। অন্যদিকে, বাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, উপযুক্ত ট্রান্সফার ফি দেওয়া হলেই আনোয়ারকে তারা ছাড়তে পারবে। অবশেষে এই সমস্যার সমাধান হয়েছে। লাল-হলুদ ব্রিগেডে যোগ দিয়েছেন এই তারকা ফুটবলার।
কিন্তু, আনোয়ার আলির বিকল্প হিসেবে কাকে দলে নেওয়ার কথা ভাবছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট? এই প্রসঙ্গে মলিনা অবশ্য তেমন কিছু বলতে পারেননি। খানিকক্ষণ চুপ করে থাকার পর তিনি বলেন, 'এই ব্যাপারে আমি কিছুই জানি না।'
তবে আনোয়ার আলিকে দলে পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল ফুটবল দলের কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি বললেন, 'আনোয়ারকে পেয়ে আমাদের লাভ হয়েছে। যেভাবে ব্যবহার করলে আমরা সবচেয়ে বেশি লাভবান হব, ওকে সেভাবেই ব্যবহার করব।'