শেষ আপডেট: 24th September 2024 13:43
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার (২৩ সেপ্টেম্বর) নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই ম্যাচে মোহনবাগান ৩-২ গোলে জয়লাভ করেছে। বাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন অধিনায়ক শুভাশিস বসু। গোলটি নিয়ে ইতিমধ্যে একাধিক বিতর্ক তৈরি হলেও, শুভাশিস জানিয়ে দিলেন যে দলের কঠিন সময়ে গোল করতে পেরে তিনি অত্যন্ত খুশি।
ম্যাচ শেষে শুভাশিস বললেন, 'দলের কঠিন সময়ে গোল করতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। গত বছরও নর্থ-ইস্টের বিরুদ্ধে গোল পেয়েছিলাম। একজন ডিফেন্ডার হিসেবে দলকে যতটা সাহায্য করতে পারি, সেটাই আমার লক্ষ্য়। তবে শুধুমাত্র রক্ষণেই নয়, আক্রমণভাগেও আমি এই দলকে সাহায্য করতে চাই। গোল করতে চাই। এটাই আমার টার্গেট।'
প্রসঙ্গত, ঘটনাটি ম্যাচের ৬১ মিনিটের। টম অলড্রেডের একটি শক্তিশালী হেডার প্রথম সুযোগে তালুবন্দি করতে পারেননি নর্থ-ইস্ট ইউনাইটেড দলের গোলরক্ষক গুরমীত সিং। বলটা গুরমীতের হাতছাড়া হতেই প্রতিহত হয়ে দিমিত্রি পেত্রাতোসের কাছে এসেছিল। কিন্তু তিনি গোল করার সুযোগ মিস করেন। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মতে, এরপর গুরমীত বলটা দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দি করে ফেলেন। কিন্তু, ঠিক সেইসময় পা চালান মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। আর সেইসঙ্গে বলটা নর্থ-ইস্টের জালে জড়িয়ে যায়। পাশাপাশি রেফারিও গোলটা বৈধ বলে ঘোষণা করেন।
রেফারির এই সিদ্ধান্তে যারপরনাই হতাশ নর্থ-ইস্ট ইউনাইটেড দলের কোচ জুয়ান পেদ্রো বেনালি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফুটবল আসলে একটা অবিচারের খেলা। বেনালির কথায়, 'আপনি ১১ জন ফুটবলারের বিরুদ্ধে লড়াই করতে পারবেন। কিন্তু, এইসব অপ্রত্যাশিত ঘটনার বিরুদ্ধে নয়। আমাদের গোলকিপার গুরমীত সিংয়ের হাতটা দেখলেই বুঝতে পারতেন। ওর হাত থেকে গলগল করে রক্ত বেরোচ্ছিল।'