শেষ আপডেট: 11th January 2025 21:54
দ্য ওয়াল ব্যুরো : আশা ছিল, প্রতিশোধের ম্যাচে ইস্টবেঙ্গল হয়ত জ্বলে উঠবে। কিন্তু, তেমন দৃশ্য দেখতে পাওয়া গেল না। শনিবার (১১ জানুয়ারি) গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে লাল-হলুদ বাহিনীকে ১-০ গোলে পরাস্ত করল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের একমাত্র গোলটি করেছেন জেমি ম্যাকলারেন। আর সেইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল মেরিনার্সরা। তার উপরে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসি-র সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে ফেলল।
শনিবাসরীয় ডার্বির শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। গোল করেন মোহনবাগানের অজি তারকা জেমি ম্যাকলারেন। মাত্র ২ মিনিটে মেরিনার্সরা এগিয়ে যাওয়ার কারণে বাগান সমর্থকরা কার্যত উল্লাসে ফেটে পড়েছিলেন। বাগানের এই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডকে পিছন থেকে থ্রু বল বাড়িয়েছিলেন আশিস রাই। হেক্টর ইউস্তের কাছে বলটা ক্লিয়ার করার কোনও সুযোগই ছিল না। ম্যাকলারেন ছোট্ট একটা টাচে লাল-হলুদ জালে জড়িয়ে দিলেন। তবে এখনও অনেকটাই খেলা বাকি রয়েছে। গত ৯ আইএসএল ডার্বির মধ্যে আটটাতেই জিতেছে মোহনবাগান। বাকী একটা ম্যাচ ড্র হয়েছিল।
ম্যাচের ৪৫+২ মিনিটে একটা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গল। বলটা নিয়ে বক্সের মধ্যে প্রবেশ করেছিলেন পিভি বিষ্ণু। তিনি গোলমুখী একটা শট মেরেছিলেন। কিন্তু, বলটা স্পষ্টতই আপুইয়ার হাতে লাগে। কিন্তু, সেটা ম্যাচ রেফারির চোখ এড়িয়ে যায়। তিনি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। রেফারির এই সিদ্ধান্ত লাল-হলুদ ফুটবলাররাও যারপরনাই হতাশ হয়ে পড়েন। এই ম্যাচের ফলাফল লাল-হলুদ ব্রিগেডের পক্ষে যায়নি। তার অন্যতম বড় কারণ অবশ্যই ম্যাচ রেফারির এই সিদ্ধান্ত।
তবে ইস্টবেঙ্গল এফসি সবথেকে বড় ধাক্কা খায় ম্যাচের ৬৪ মিনিটে। দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় শৌভিক চক্রবর্তীকে। আসলে ম্যাচের ৩৯ মিনিটের প্রথম হলুদ কার্ড দেখেছিলেন শৌভিক। আপুইয়াকে ফাউল করার জন্য তাঁকে এই কার্ড দেখা হয়েছিল। তখনই নিশ্চিত হয়ে যায় যে পরের ম্যাচে শৌভিক ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবেন না।