শেষ আপডেট: 13th November 2024 18:50
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মালয়েশিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য় টিম ইন্ডিয়ার ২৬ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডে কোনও বাঙালি ফুটবলারকে রাখা হয়নি। বিষয়টি নিয়ে বুধবার (১৩ নভেম্বর) গর্জে উঠলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব দেবাশিস দত্ত।
মোহনবাগানের মার্চেন্ডাইজ নিয়ে এদিন সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই কথায় কথায় মোহনবাগান ক্লাবের ইউথ ডেভেলপমেন্টের প্রসঙ্গ ওঠে। দেবাশিস দত্ত বললেন, 'আজ বাংলা থেকে ভারতীয় ফুটবল দলে কোনও খেলোয়াড় নেই। এর থেকে বড় লজ্জা, আর কীই বা হতে পারে। কী করা যেতে পারে?'
তবে এই ব্যর্থতার দায় মোহনবাগান কিংবা ইস্টবেঙ্গলের উপর চাপাতে একেবারেই নারাজ দেবাশিস। তিনি বললেন, 'এই দায় আমরা একেবারেই নেব না। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডানের সাফল্য বিচার হয়, তাদের ট্রফি সংখ্যার উপরে। সেখানে আমরা অনেকটাই এগিয়ে রয়েছি। গত চার বছরে মোহনবাগানের সাফল্য ঈর্ষনীয়।'
পাশাপাশি আইএসএল টুর্নামেন্টে রেফারিংয়ের মান নিয়েও প্রশ্ন তুললেন তিনি। VAR প্রযুক্তি আনার দাবিও তুলেছেন। বললেন, 'এটা বহু বছর আগেই করা উচিত ছিল। আইএসএল টুর্নামেন্টে যে মানের ফুটবলাররা খেলতে আসছেন, সেখানে VAR সিস্টেম চালু করা অত্যন্ত আবশ্যক। তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে রেফারি কতগুলো ভুল সিদ্ধান্ত গ্রহণ করছে।'