শেষ আপডেট: 12th January 2025 11:04
দ্য ওয়াল ব্যুরো : ডার্বি ম্যাচ মানেই চরম উত্তেজনা। ডার্বি ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই। ডার্বি ম্যাচ মানেই গোটা গ্যালারি জুড়ে সমর্থকদের রণহুঙ্কার। কিন্তু, শনিবাসরীয় (১১ জানুয়ারি) ডার্বি ম্যাচে এর ঠিক উল্টো ছবিটাই দেখতে পাওয়া গেল। যতদুর চোখ গেল, ততদুরই গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মৃতপ্রায় গ্যালারি চোখে পড়ল। প্রথম ৪৫ মিনিটের খেলা ইতিমধ্য়ে শেষ হয়ে গিয়েছে। আর প্রথমার্ধের শেষে মোহনবাগান সুপার জায়ান্ট ১-০ গোলে এগিয়ে রইল।
প্রসঙ্গত, এটা মোহনবাগান সুপার জায়ান্টের হোম ম্যাচ। কিন্তু, তা সত্ত্বেও কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা সম্ভব হয়নি। সৌজন্যে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। আর এই মেলার নিরাপত্তার কারণে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুলিশকর্মী গঙ্গাসাগরে মোতায়েন করা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, সল্টলেক স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হলে তাঁরা পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে পারবেন না। এই পরিস্থিতিতে ম্যাচটা শেষপর্যন্ত সরিয়ে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়।
কিন্তু কলকাতায় এই ম্যাচের আয়োজন করা হলে যে সংখ্যক দর্শক প্রত্যাশিত ছিল, সেটা যে গুয়াহাটিতে হবে না, তা আগেই বোঝা গিয়েছিল। কারণ কম সময়ের মধ্যে অনেকেই ট্রেনের টিকিট কনফার্ম করতে পারেননি। পাশাপাশি বিমানের যা ভাড়া তা সাধারণের নাগালের বাইরে। ফলে গ্যালারির যে এই ছবিটাই দেখতে পাওয়া যাবে, তা একেবারেই প্রত্যাশিত ছিল।
কলকাতা ডার্বির শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। গোল করেন মোহনবাগানের অজি তারকা জেমি ম্যাকলারেন। মাত্র ২ মিনিটে মেরিনার্সরা এগিয়ে যাওয়ার কারণে বাগান সমর্থকরা কার্যত উল্লাসে ফেটে পড়েছিলেন। বাগানের এই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডকে পিছন থেকে থ্রু বল বাড়িয়েছিলেন আশিস রাই। হেক্টর ইউস্তের কাছে বলটা ক্লিয়ার করার কোনও সুযোগই ছিল না। ম্যাকলারেন ছোট্ট একটা টাচে লাল-হলুদ জালে জড়িয়ে দিলেন। তবে এখনও অনেকটাই খেলা বাকি রয়েছে। গত ৯ আইএসএল ডার্বির মধ্যে আটটাতেই জিতেছে মোহনবাগান। বাকী একটা ম্যাচ ড্র হয়েছিল।