শেষ আপডেট: 12th January 2025 00:56
দ্য ওয়াল ব্যুরো : শনিবার (১১ জানুয়ারি) চলতি ISL টুর্নামেন্টে ফিরতি লেগের ডার্বি ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ১-০ গোলে জয়লাাভ করেছে। ম্যাচের ২ মিনিটে গোল করেছেন বাগানের অজি ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন। যদিও মেরিনার্সদের পারফরম্যান্সে একেবারে খুশি হতে পারেননি মোহনবাগান কোচ হোসে মলিনা।
ম্যাচের শেষে সাংবাদিক বৈঠক করতে এসে তিনি বললেন, 'আজ আমার দল যে পারফরম্যান্স করেছে, তা দেখে আমি খুশি। এমনকী, পয়েন্ট টেবিলে মোহনবাগানের অবস্থান দেখে বেশ সন্তুষ্টই লাগছে। কিন্তু, একথা অস্বীকার করা যায় না যে আমরা আরও ভাল পারফরম্যান্স করতে পারতাম।'
ম্যাচের দ্বিতীয় মিনিটেই জয়সূচক গোলটি করেছিলেন ম্য়াকলারেন। এরপর গোটা ম্য়াচে আর একটাও গোল হয়নি। এমনকী, ম্য়াচের শেষ ১৫ মিনিট তো ইস্টবেঙ্গল দশজন মিলে খেলেছে। কারণ জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল শৌভিক চক্রবর্তীকে। পাশাপাশি, একটি ন্যায্য পেনাল্টি থেকেও বঞ্চিত করা হয়েছে ইস্টবেঙ্গলকে। সেক্ষেত্রে এই ম্য়াচটা ড্র হতেও পারত। সবমিলিয়ে বাগানের এই পারফরম্য়ান্স নিয়ে মলিনা যে সন্তুষ্ট নন, সেটা তিনি বুঝিয়ে দিলেন।
তবে সঙ্গে তিনি আরও যোগ করেছেন, এই ম্য়াচে মোহনবাগানের প্রত্যেক ফুটবলারই যথেষ্ট ভাল খেলেছে। তবে অনেক কষ্ট করে জিততে হয়েছে এই ম্য়াচটা। এই লিগে এখনও অনেকটা রাস্তা বাকি রয়েছে। সেক্ষেত্রে বাকি রয়েছে একাধিক কাজও।
প্রসঙ্গত, ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে এটা ছিল দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচ। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারতে হয়েছিল। গোল করেছিলেন সেই জেমি ম্যাকলারেন এবং দিমি পেত্রাতোস। ফিরতি ডার্বিও ভাগ্য ফেরাতে পারল না অস্কার ব্রুজোঁর দল। আপাতত ১৫ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। আর ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে ইস্টবেঙ্গল সেই ১১ নম্বরেই দাঁড়িয়ে রইল। আগামী ১৭ জানুয়ারি জামশেদপুরের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্য়দিকে, আগামী রবিবার অর্থাৎ ১৯ জানুয়ারি এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল।