চলছে বিক্ষোভ সমাবেশ
শেষ আপডেট: 12th November 2024 16:02
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতি মুক্ত ময়দান চাই। এই দাবিতেই মঙ্গলবার (১২ নভেম্বর) কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাবের সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করলেন। বেলা আড়াইটে নাগাদ গোষ্ঠপাল মূর্তির পাদদেশে এই সমাবেশের আয়োজন করা হয়। সেখানেই ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান সমর্থকরা একই সুরে গলা মেলালেন।
ঘটনাটি কয়েকদিন আগেকার। তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানেই দেখতে পাওয়া যায় ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং মহমেডান স্পোর্টিং ক্লাবের কর্তা মহম্মদ কামারউদ্দিনকে। নৈহাটি উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সনৎ দে'র জন্য এই তিন শীর্ষকর্তাই কার্যত প্রচার করেছেন। ব্যাপারটি একেবারেই সহজভাবে গ্রহণ করেননি বাংলার ফুটবল সমর্থকরা। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে ডার্বির দ্বৈরথ যতই থাকুক না কেন, কোনও রাজনীতির রং বাংলার ফুটবলে লাগানো যাবে না।
এই বিক্ষোভ সমাবেশে এসে মোহনবাগানের এক সমর্থক বললেন, 'আমরা শুধুমাত্র রাজনীতিমুক্ত ময়দান চাই। আমরা প্রত্যেকেই কোনও না কোনও রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলি। আমরা আগেও দেখেছি যে অনেক রাজনীতিবিদ কোনও না কোনও ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত। কিন্তু, এই আবেগকে কাজে লাগিয়ে আজ পর্যন্ত কোনও রাজনৈতিক দল ফায়দা তুলতে যায়নি।'
এর পাশাপাশি ইস্টবেঙ্গল ব্রিগেডের একজন সমর্থক বললেন, 'আমরা শুরু থেকেই আন্দোলন করেছি। কিন্তু, কোনও রাজনৈতিক দলের সাহায্য আমরা গ্রহণ করিনি। গত ১৮ তারিখ কলকাতা ডার্বি বাতিল করা হয়েছিল। তারপরও আমরা আন্দোলন করেছিলাম। আমরা আজও সেই একই অবস্থানে আছি। একজন রাজনীতিবিদ ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগানকে সাপোর্ট করতেই পারেন। কিন্তু, ক্লাব সমর্থকদের আবেগকে এভাবে রাজনীতির জন্য ব্যবহার করা উচিৎ নয়।'